এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তোলাবাজি থেকে সুপারি কিলার, একের পর এক বিস্ফোরক অভিযোগ এই ভুয়ো আইপিএস অফিসারের বিরুদ্ধে

তোলাবাজি থেকে সুপারি কিলার, একের পর এক বিস্ফোরক অভিযোগ এই ভুয়ো আইপিএস অফিসারের বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই বেলঘড়িয়ার বাসিন্দা রাজর্ষি ভট্টাচার্যকে তার নিরাপত্তারক্ষী ও ড্রাইভার সহ গ্রেফতার করেছে পুলিশ। সরকারি নীল বাতি দেওয়া বিলাসবহুল গাড়ি তার কাছ থেকে পাওয়া গেছে। এবার তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য আসছে পুলিশের হাতে। যার মধ্যে রয়েছে তোলাবাজি থেকে শুরু করে সুপারি কিলার নিয়োগ পর্যন্ত অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুয়ো আইপিএস অফিসার রাজর্ষি ভট্টাচার্য তার নিরাপত্তারক্ষী অভিজিৎ দাসকে একজন পুলিশকর্মী বলে পরিচয় দিত। কি করে ভুয়ো পরিচয় পত্র সে তৈরি করেছিল? তার তদন্ত করা হচ্ছে। আবার পার্কস্ট্রিট থানার এক পুলিশ অফিসার ও দমদমের এক পুলিশ অফিসারের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে, পুলিশ সূত্রে জানা গেছে। জানা গেছে, পার্কস্ট্রীটের এর এক অভিজাত হোটেলে মাঝে মাঝেই তাদের সাক্ষাৎ হতো।

আবার সিঁথির বাসিন্দা এক মহিলার সঙ্গেও পরিচয় ছিল রাজর্ষি ভট্টাচার্যর। এই মহিলা বিবাহিত হলেও স্বামীর সঙ্গে সম্পর্ক নেই তাঁর। তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে রাজর্ষি ভট্টাচার্যর। ক্রমশ বাড়তে থাকে ঘনিষ্ঠতা। পার্কস্ট্রীটের একটি হোটেলে তাদের মাঝে মাঝে সাক্ষাৎ হতো। তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিল রাজর্ষি ভট্টাচার্য। কিন্তু, তাদের জীবনে অপর এক ব্যক্তি এসে উপস্থিত হন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনিও ঐ মহিলার প্রতি আসক্ত ছিলেন। তাকে সরে যাবার হুঁশিয়ারি দেয় রাজর্ষি ভট্টাচার্য। তবে, তিনি তাতে রাজি না হওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে সুপারি কিলার নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজর্ষি ভট্টাচার্য। নিজের লাইসেন্সপ্রাপ্ত কোন অস্ত্র সে কোন ব্যক্তির হাতে তুলে দিয়েছিল কিনা? তার তদন্ত করছে পুলিশ। এই মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পেছনে অন্য কোনো ব্যক্তি যুক্ত আছে কিনা? তারও তদন্ত চলছে। আবার সেই ব্যক্তিকে ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, রাজর্ষি ভট্টাচার্যর নিরাপত্তারক্ষীর কাছ থেকে যে মোবাইল উদ্ধার করেছে পুলিশ, সেখান থেকে বেশ কিছু ব্যক্তি সম্পর্কে জানা গেছে। যাদের মধ্যে অন্যতম হলেন পার্কস্টিট থানা ও দমদম থানার এই দুই পুলিশ অফিসার। জানা গেছে, নিজেকে আইপিএস অফিসার বলে পরিচয় দিয়ে তাদের কাছ থেকে বেশকিছু তথ্য হাতিয়ে নিয়েছিল রাজর্ষি ভট্টাচার্য। এমনকি এই দুই ব্যক্তিকে তাদের পছন্দমতো জায়গায় বদলি করে দেওয়ার লোভও দেখিয়েছিল সে। আজ আদালতে তোলা হবে রাজর্ষি ভট্টাচার্য, তার নিরাপত্তা রক্ষী ও তার গাড়ির ড্রাইভারকে। সকলকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে বলে, জানা যাচ্ছে। বেশ কিছুদিন তাদেরকে নিজের হেফাজতে রেখে তদন্ত করার পক্ষপাতি পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!