এখন পড়ছেন
হোম > জাতীয় > তোলাবাজির অভিযোগে ধরা পড়লেন বিজেপি নেত্রী, জোর শোরগোল

তোলাবাজির অভিযোগে ধরা পড়লেন বিজেপি নেত্রী, জোর শোরগোল

বিজেপির বিরুদ্ধে বহুদিন ধরেই অভিযোগ উঠেছে তাঁরা রাজনীতির পেছনেও বিভিন্ন রকম দুষ্কৃতীমূলক কাজ করে থাকে। অবশ্য বিরোধীদের এই দাবির পেছনে কোন প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এবার এক বিজেপি নেত্রী তোলাবাজির ঘটনায় গ্রেপ্তার হলেন। ঘটনাটি সামনে আসার পরেই রাজনৈতিক মহলে তুমুল শোরগোল শুরু হয়েছে। তীব্র সমালোচনা শুরু হয়েছে বিরোধী মহলে। ভারতী দামোদর চৌধুরী নামে এক মহিলা এই তোলাবাজির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

যেখানে স্বামী হচ্ছে স্বয়ং প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, সেখানে স্ত্রী হচ্ছেন তোলাবাজ। অবশ্য তিনি একজন এলাকার দাপুটে বিজেপি নেত্রী হিসেবেও পরিচিত। তিনি হলেন ভারতী দামোদর চৌধুরী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এক টেম্পো মালিকের কাছ থেকে তিনি 5 লক্ষ টাকা তোলা তোলার চেষ্টা করেছিলেন, এমনকি তোলাবাজি করতে গিয়ে তিনি নিজের ভুয়ো পরিচয় দেন বলে অভিযোগ।

এসিপি দামোদর চৌধুরীর স্ত্রী ভারতী দামোদর চৌধুরী এই কুকর্মের সাথে জড়িত  বলে জানা গেছে। ভারতী দামোদর চৌধুরীর বয়স 52 বছর। সম্প্রতি তাঁর স্বামী দামোদর চৌধুরী অবসর নিয়েছেন এসিপি পদ থেকে। ভারতী দামোদর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, তোলাবাজির সময় তিনি স্বামীর পরিচয় কাজে লাগাতেন। এমনকি নিজেকে পুলিশ অফিসার বলেও দাবি করতেন। ভারতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দহিসরের বাসিন্দা দীপক গুপ্তা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছেন, ভেন্ডি বাজারে তিনি পান মসলার বাক্স পাঠিয়েছিলেন, কিন্তু রাস্তায় ভিখরোলির কাছে তাঁর টেম্পোকে আটকানো হয় এবং অভিযোগ করা হয় তার টেম্পোতে গুটকা জাতীয় দ্রব্য আছে। একটি গাড়ি নিয়ে তার টেম্পোকে আটকানো হয়। সেখানে এক ব্যক্তি এবং এক মহিলা পুলিশ অফিসার বলে পরিচয় দিয়ে কুকর্মটি ঘটায়। ওই মহিলা এবং তার সাকরেদ নিজেদের পুলিশ বলে পরিচয় দেয় এবং টেম্পো চালককে নির্দেশ দেন তিনি যেন মালিককে ফোন করেন। সাথে তিনি পাঁচ লক্ষ টাকা দাবি করেন এবং বলেন এই টাকা পেলে মামলাটি এখানেই দফারফা হবে।

এই ঘটনার পর সচরাচর আর কেউ থানার মুখ দেখেননা। কিন্তু দীপক এখানেই থেমে থাকেননি। তিনি থানায় অভিযোগ করেন এবং পুলিশকে গোটা বিষয়টি জানান। আর তারপরেই আসল ঘটনা প্রকাশ পায়। অভিযোগের ভিত্তিতে ওই মহিলা এবং তার সহযোগীকে পুলিশ আটক করে। তখনই জানা যায়, মহিলার আসল পরিচয়। জানা যায় তিনি প্রাক্তন পুলিশ কমিশনার এসিপি দামোদর চৌধুরীর স্ত্রী। এবং সংঘের ব্যক্তিটি হলো চন্দন যাদব। চন্দন থানের বাসিন্দা।

এই ঘটনা সামনে আসার পরেই রাজনৈতিক মহলে তুমুল গুঞ্জন শুরু হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আইন আইনের পথেই চলবে। যদি আইনকে প্রভাবিত করে নিজেদের কাজে লাগানো হয় তাহলে আইনের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস উঠে যাবে। অন্যদিকে, রাজনৈতিক মহলের একাংশের মতে দোষী ভারতী চৌধুরীর কঠিন শাস্তি হওয়া দরকার, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ আর কেউ না করতে পারে। আপাতত সম্পূর্ণ পরিস্থিতি নজরে রেখেছে রাজনৈতিক বিশেষজ্ঞগণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!