এখন পড়ছেন
হোম > অন্যান্য > ছোটবেলার নস্টালজিয়া দ্বিগুণ করতে আবার বড়পর্দায় ফিরছে টম অ্যান্ড জেরির খুনসুটি? কবে? জানুন বিস্তারিত

ছোটবেলার নস্টালজিয়া দ্বিগুণ করতে আবার বড়পর্দায় ফিরছে টম অ্যান্ড জেরির খুনসুটি? কবে? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –

ছোটবেলায় কার্টুন দেখতে ভালোবাসতেন না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর সেই ভালোবাসার তালিকায় সবার উপরে উঠে আসে টম অ্যান্ড জেরির নাম। টম অ্যান্ড জেরির খুনসুটি মারামারি দেখতে ভালোবাসে না কেউ সেটা বলাই যায় না। আর সেই ছোটবেলায় নস্টালজিয়া আবার মনে করিয়ে দিতে বড় পর্দায় আসতে চলেছে টম অ্যান্ড জেরির গল্প।

বস্তুত, সারা বিশ্বজুড়েই টম অ্যান্ড জেরি দুটি জনপ্রিয় নাম। ছোট হোক বা বড় এই দুটি কার্টুন চরিত্রের নাম শুনলেই নস্টালজিয়ায় ডুব দেন অনেকেই। বস্তুত, হিংসুটে বিড়াল আর বিচ্চু ইঁদুরের মজার দুষ্টুমিই এই টম এন্ড জেরি কার্টুন। সেই ঘটনায় যদিও যোগ হয় রাগী বুলডগ। এছাড়াও কাহিনীর চরিত্র চিত্রণে পর্দায় দেখতে পাওয়া সহ প্রতিটি চরিত্রই দর্শকদের কাছে সমান গুরুত্বপূর্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার ছোট পর্দার সেই কার্টুনের ধারাবাহিক গল্পকে বড় পর্দায় নিয়ে আসছে ওয়ার্নার ব্রাদার্স। তবে এতদিনের মত এবার টম অ্যান্ড জেরি মুভি কিন্তু শুধুই অ্যানিমেশন নির্ভর নয়। অত্যাধুনিক প্রযুক্তির অ্যানিমেশনের সঙ্গেই মানুষকেও এখানে অভিনয় করতে দেখা যাবে। যদিও সেইসঙ্গে এবারের কাহিনী নিতান্ত ছোটদের বিনোদনের জন্য নয়। সেখানে খুব যুক্তিসঙ্গত ভাবেই টম আর জেরির নানা ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে।

বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাবে চলতি মাসের ২৬ তারিখ। প্রসঙ্গত উল্লেখ্য, যদিও এটা প্রথমবার নয়। এর আগেও ১৯৯২ সালে টম এন্ড জেরিকে নিয়ে সিনেমা তৈরি হয়েছিল। সেখানেও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল সিনেমার কাহিনী। সেইসঙ্গে ছবিটির ট্রেলারও ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। তাই সম্প্রতি আবারো নতুন করে বড় পর্দায় টম অ্যান্ড জেরির খুনসুটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!