এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ত্রিলোচন মাহাতোর হত্যার প্রতিবাদে কাল ১২ ঘন্টার বলরামপুর বনধ ডাকল বিজেপি

ত্রিলোচন মাহাতোর হত্যার প্রতিবাদে কাল ১২ ঘন্টার বলরামপুর বনধ ডাকল বিজেপি


রাজ্যে পঞ্চায়েত নির্বাচন মিতে গেলেও রাজ্যজুড়ে শাসকদলের হিংসা অব্যাহত বলে দাবি গেরুয়া শিবিরের। আর সেই হিংসার ফলে বিজেপি কর্মীরা কোথাও বাড়িছাড়া, কোথাও বা তীব্র সন্ত্রাসের মুখে তাঁদের প্রাণ দিতে হচ্ছে বলে দাবি। এর মাঝেই আজ সকালে পুরুলিয়ার বলরামপুর এলাকায় স্থানীয় ১৮ বছরের যুবক ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত মৃতদেহ আবিষ্কৃত হয়। বিজেপি শিবিরের দাবি তৃণমূল আশ্রিত দুস্কৃতদের হাতেই খুন হতে হয়েছে ত্রিলোচনকে। প্রসঙ্গত, মৃতদেহের পাশ থেকে একটি চিরকুট আবিষ্কৃত হয়েছে, যেখানে স্পষ্ট লেখা রয়েছে, বিজেপি করার জন্যই নির্বাচনের দিন থেকে ত্রিলোচন মাহাতোকে হত্যার পরিকল্পনা করা হচ্ছিল, অবশেষে তাকে মারা হল।

আজ বিজেপির রাজ্য সদর দপ্তরে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ত্রিলোচন মাহাতোর হত্যার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের দাবি করেছেন। অন্যদিকে রাজ্য বিজেপির তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে রাতে দিকে জানানো হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল ১২ ঘন্টার বলরামপুর বনধ পালন করা হবে বিজেপির পক্ষ থেকে। অন্যদিকে পুলিশ মৃতদেহ নিয়ে গিয়ে প্রাথমিক তদন্তের শেষে ঘটনাটিকে খুন বলেই মনে করছে বলে জানিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!