এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > টোপ ফেলে মাছ ধরতে ময়দানে নামলেন দিলীপ ঘোষ! বিধানসভার আগে রাজ্য রাজনীতিতে শুরু নতুন জল্পনা

টোপ ফেলে মাছ ধরতে ময়দানে নামলেন দিলীপ ঘোষ! বিধানসভার আগে রাজ্য রাজনীতিতে শুরু নতুন জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।একদিকে যেমন চলছে সংগঠনকে মজবুত করার পালা, অন্যদিকে তেমনি চলছে জনসংযোগ বৃদ্ধির পর্ব। জনসংযোগ বাড়াতে যোগদান মেলা কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। এই কর্মসূচির উদ্দেশ্যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গতকাল রাতেই বনগাঁ শহরে গেছেন। আজ বনগাঁ শহরে ছিপ দিয়ে মাছ ধরে সাড়া ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। ইতিপূর্বে তাকে ব্যাট করতে দেখা গিয়েছিল।

আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতি চলছে তীব্রভাবে দলবদল। প্রতিটি দল অন্য দলের নেতাকর্মীদের নানারকম লোভ দেখিয়ে, টোপ দিয়ে নিজের দলে টানার চেষ্টা চালাচ্ছে। অন্যদলের সদস্যদের ভাঙিয়ে এনে নিজের দলের সদস্য সংখ্যা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে সমস্ত দল। এই পরিস্থিতিতে আজ সকালে বনগাঁর স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ দাসের বাড়ির পুকুরে টোপ ফেলে মাছ ধরলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাসের বাড়ির পুকুরে টোপ ফেলে ছিলেন। সে সময় তার সঙ্গে ছিলেন কিছু বিজেপির নেতা কর্মী। একটু অপেক্ষার পর দেখা গেল, টোপ গিলতে শুরু করেছে তেলাপিয়া মাছ। এরপর মাছের ভারে ছিপ ভেঙ্গে যায়। অনেকে বলছেন, সম্প্রতি শাসক দল তৃণমূলের কিছু নেতা দলের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছেন, যাদের দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছে। টোপ ফেলে মাছ ধরে, হয়তো তিনি বিশেষ বার্তা দিলেন শাসক দল তৃণমূলকে। এমন টাই অনেকের মতামত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যোগদান মেলা কর্মসূচি উপলক্ষে গতকাল রাতে বনগায় গেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ শুক্রবার সকালে একাধিক বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণ করলেন তিনি। প্রাতঃভ্রমণে তার সঙ্গে ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, উত্তর ২৪ পরগনা জেলা বিজেপি সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় প্রমুখরা। এরপর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ চায় পে চর্চা অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে শাসক দল তৃণমূলকে একাধিক ক্ষোভ ও কটাক্ষ করলেন তিনি। তবে, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। যে বিষয়ে কেন্দ্র করে যথেষ্ট প্রশ্ন ও জল্পনা ছড়ালো।

প্রসঙ্গত বিজেপির বিরুদ্ধে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। সিএএর প্রেক্ষাপটে মতুয়াদের নাগরিকত্ব দানের বিষয়টির সমাধান না হওয়ার কারণে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। এরপর উত্তর ২৪ পরগনা জেলায় খোদ বনগাঁয় রাজ্য সভাপতির অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে দলকে। তবে অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি প্রসঙ্গে দিলীপ ঘোষ জানালেন যে, তিনি মতুয়া সংগঠনকে নিয়ে সম্প্রতি ব্যস্ত আছেন। আর প্রাতভ্রমণে যে সবাই আসতে পারবেন। এমন কোনো ব্যাপার নেই।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!