এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তফসিলি ভোটব্যাঙ্ক চলে গেছে বিজেপিতে! ফেরাতে মরিয়া হেভিওয়েট তৃণমূল মন্ত্রী নিজেই এবার রাস্তায়

তফসিলি ভোটব্যাঙ্ক চলে গেছে বিজেপিতে! ফেরাতে মরিয়া হেভিওয়েট তৃণমূল মন্ত্রী নিজেই এবার রাস্তায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিগত লোকসভা নির্বাচনে রাজ্যের তফসিলিদের ভোটব্যাঙ্ক চলে গিয়েছে ভারতীয় জনতা পার্টি থেকে। যার ফলে অনেক আসন ভারতীয় জনতা পার্টি দখল করেছে। তাই এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনের আগে সেই তফসিলিদের জনমত নিজেদের দিকে নিয়ে আসতে উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রায় প্রতিটি বিধানসভাতেই “তপশিলির সংলাপ” নামে গাড়ির উদ্বোধন করে তপশিলি এলাকায় পৌঁছে বিজেপির জনবিরোধী নীতির কথা তুলে ধরা হচ্ছে। আর এবার তপশিলিদের মন জয় করতে ময়দানে নেমে পড়লেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দোপাধ্যায়। অনেকে বলছেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এখন জনসংযোগের ওপর সবথেকে বেশি জোর দিয়েছে। আর তারই অংশ হিসেবে আশিসবাবু এই তপশিলি সংলাপের গাড়ি উদ্বোধন করে সেই সম্প্রদায়ের মানুষের পাশে থাকবার বার্তা দিতে চাইলেন।

সূত্রের খবর, বুধবার সকালে রামপুরহাটের দলীয় কার্যালয় থেকে এই তপশিলির সংলাপ অভিযানের গাড়ির সূচনা করেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দোপাধ্যায়। জানা গেছে, আগামী বেশ কয়েকদিন ধরে এই গাড়ি রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের মতামত সংগ্রহ করবে। যেখানে তপশিলি সম্প্রদায়ের নেতা কর্মীরা এই গাড়িতে থাকবেন। আর তারাই বিভিন্ন এলাকায় গিয়ে কেন্দ্রের বিজেপি সরকার তপশিলিদের উপর অত্যাচার করছে বলে সরব হয়ে তৃণমূল সরকারের তপশিলিদের জন্য উন্নয়নের কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন।

বলা বাহুল্য, গত লোকসভা ভোটে রামপুরহাট বিধানসভা থেকে প্রায় 11 হাজারের বেশি ভোটে পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে তপশিলি সম্প্রদায়ের ভোট বিজেপিতে যাওয়ার কারণেই শাসকদল এইভাবে পিছিয়ে পড়েছে বলে মনে করেন একাংশ। আর তাই রাজ্যজুড়ে যখন তপসিলিদের মন জয় করতে তৃণমূলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, তখন রামপুরহাটে সেই তপশিলি মানুষদের মনে জায়গা করে নিতে মন্ত্রী আশিস বন্দোপাধ্যায় নিজে ময়দানে নামতে বাধ্য হলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দোপাধ্যায় বলেন, “এই গাড়ি রামপুরহাট বিধানসভার বিভিন্ন গ্রাম ঘুরে তপশিলি মানুষদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলবেন। তপশিলি মানুষদের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, সেটা যেমন তুলে ধরা হবে, তেমনই বিজেপি শাসিত রাজ্যে তপসিলিদের প্রতি অত্যাচার, কেন্দ্রের জনবিরোধী নীতি কতটা সেই সম্প্রদায়ের মানুষকে বিপাকে ফেলেছে, তারও প্রচার করা হবে।” রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আগামী 2021 তৃণমূলের কাছে কার্যত অগ্নিপরীক্ষা। বিজেপির প্রভাব দিনকে দিন বাড়তে শুরু করেছে।

তাই এই পরিস্থিতিতে গত লোকসভা নির্বাচনে বিজেপি যখন তপসিলিদের ভোট নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছিল, ঠিক তখনই মূল্যবান ভোটব্যাংকের কথা মাথায় রেখে তৃণমূলের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করে সেই সম্প্রদায়ের মন জয় করার চেষ্টা হচ্ছে। আর তারই অংশ হিসেবে আশিস বন্দোপাধ্যায়ের মত হেভিওয়েট মন্ত্রী ময়দানে নেমে তপসিলি সংলাপের গাড়ি উদ্বোধন করে জনসংযোগের ওপর জোর দেওয়ার চেষ্টা করলেন। তবে তৃণমূলের এই উদ্যোগ কতটা সফলতা পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!