এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তোষণের রাজনীতি প্রসঙ্গে এবার শাহকে পাল্টা আক্রমণ তৃণমূলের, উঠছে আদিবাসী ও মতুয়া পরিবারে খাবার প্রসঙ্গও

তোষণের রাজনীতি প্রসঙ্গে এবার শাহকে পাল্টা আক্রমণ তৃণমূলের, উঠছে আদিবাসী ও মতুয়া পরিবারে খাবার প্রসঙ্গও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে তোষণের অভিযোগ নতুন কিছু নয়। আর এবার রাজ্যে এসে সেই অভিযোগ করে তৃণমূল সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে দক্ষিণেশ্বরের মন্দিরে দাঁড়িয়ে মমতা বন্দোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোষণের অভিযোগ তুলে সরব হয়েছেন এই হেভিওয়েট বিজেপি নেতা।

অমিত শাহ বলেন, “বাংলার এই পবিত্র ভূমি রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, প্রণবানন্দ এবং অরবিন্দের। কিন্তু এখানে তুষ্টিকরণের রাজনীতি চলছে। এতে বাংলার গৌরব ক্ষুন্ন হচ্ছে। আধ্যাত্মিক ও ধর্মীয় চেতনায় দেশের শীর্ষে ছিল বাংলা। সেই গৌরব আবার ফিরিয়ে আনতে হবে। রাজ্যবাসীর বিচার-বিবেচনার ওপর বিশেষ নজর দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানাব।”

এদিকে অমিত শাহ যখন সামনে রাজনীতি নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন, তখন তার পাল্টা বিজেপিকে জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। জানা গেছে, বঙ্গ সফরের দুদিন এক আদিবাসী পরিবার এবং এক মতুয়া পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সেড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, “তপশিলি ও সংশ্লিষ্ট পরিবারগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমনকি পরিবারগুলোর সঙ্গে একবারও কথা বলার প্রয়োজন বোধ করা হয়নি। এটাই অমিত শাহের মধ্যাহ্নভোজনের নেপথ্যে বাস্তব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি শুধু ছবি তুলতে এখানে এসেছেন!”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে অমিত শাহের তুষ্টিকরনের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “তুষ্টিকরণের রাজনীতি বলতে অমিত শাহ কি বোঝাতে চাইছেন! উনি কি বিজেপি নেতা হিসেবে বলছেন? নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলছেন! সরকারের কাছে সব সম্প্রদায় সমান। সংখ্যালঘুদের জন্য উন্নয়নের কাজ করা মানেই তো অপরাধ বলে মনে করি না।”

অন্যদিকে এই ব্যাপারে বিজেপিকে কটাক্ষ করে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “বিজেপি শাসিত রাজ্যগুলোতে আদিবাসী সমাজের প্রান্তিক মানুষরা শোষিত হচ্ছেন। তাদের ওপর অত্যাচারের ঘটনা বাড়ছে। তাই আদিবাসী পরিবারের মধ্যাহ্নভোজন আসনে নির্বাচনী চমক ছাড়া অন্য কিছু নয়। এসব করে প্রত্যেকবার মানুষকে বোকা বানানো যায় না।”

অর্থ্যাৎ রাজ্যের তোষন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করার সাথে সাথেই অমিত শাহকে পাল্টা মতুয়া এবং আদিবাসী সমাজের বাড়িতে মধ্যাহ্নভোজন নিয়ে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। আর কটাক্ষ-পাল্টা কটাক্ষে এখন জমে উঠেছে বঙ্গ রাজনীতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!