এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ‘ট্র্যাক রেকর্ডই খারাপ হবে’! হাত ধরলেন না কংগ্রেসের ,কারণ জানিয়ে সাফ জবাব পিকের !

‘ট্র্যাক রেকর্ডই খারাপ হবে’! হাত ধরলেন না কংগ্রেসের ,কারণ জানিয়ে সাফ জবাব পিকের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ কিছুদিন আগেই ভোট কুশলী প্রশান্ত কিশোর কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন সেই প্রশান্ত কিশোর। যাকে কেন্দ্র করে নানা মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার প্রশান্ত কিশোর কংগ্রেসে কখনওই কংগ্রেসের সঙ্গে কাজ করবেন না বলে সাফ জানিয়ে দিলেন ।

সূত্রের খবর পিকের দেওয়া ‘‌শর্ত’‌ কংগ্রেস মানেনি। এরপরই দূরত্ব বেড়েছিল। অবশেষে  এদিন পিকে নিজেই  জানিয়েই দিলেন কংগ্রেসের সঙ্গে আর নয়। এদিন আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিংয়ের বাড়িতে একটি অনুষ্ঠান ‘জন সুরজ’-এ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানিয়ে দিলেন । এদিন একপ্রকার হাতজোড় করে প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন কখনওই কংগ্রেসের সঙ্গে কাজ করবেন না। কারণ তাঁর দাবি, কংগ্রেস নিজেও ডুববেও, অন্যদেরও ডোবাবে।

সেই সাথে তিনি আরো দাবি করেন ”‌আমি ২০১৪ সালের লোকসভায় বিজেপির সঙ্গে যুক্ত ছিলাম। এরপর ২০১৫ সালে জেডি-ইউ, ২০১৭ সালে পাঞ্জাব, ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশে জগন্মোহন রেড্ডি, ২০২০ সালে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল ও ২০২১ সালে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু। ২০১১ থেকে ২০২১ অবধি ১১টি নির্বাচনের সঙ্গে আমি যুক্ত ছিলাম। এর মধ্যে কেবল একটাতেই হেরেছি। ২০১৭ সালে কংগ্রেসের সঙ্গে। সেই থেকেই আমি সিদ্ধান্ত নিই ওদের সঙ্গে কাজ করব না। কারণ তাহলে আমার ট্র্যাক রেকর্ডই খারাপ হবে। এখন যা কংগ্রেসের অবস্থা, তা অনেকটাই এরকম যে, নিজে তো শোধরাব না ,ওদের কোনও উন্নতি নেই উল্টে আমাদেরও নিয়ে ডুববে। আর তাই আমি কংগ্রেসের সঙ্গে আর কখনওই কাজ করব না।’‌

আবার এদিকে সাননেই  ২৪ এর লোকসভা আর এই পরিস্থিতিতে  প্রশান্ত কিশোর  কখনওই কংগ্রেসের সঙ্গে কাজ করবেন না বলে সাফ জানিয়ে দিলেন । যার ফলে এদিনের এই মন্তব্যের জেরে আগামীতে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!