এখন পড়ছেন
হোম > জাতীয় > ট্রেনে যাত্রা আরো আরামদায়ক করতে লোয়ার সাইডবার্থের নকশায় আনা হচ্ছে নতুন পরিবর্তন।

ট্রেনে যাত্রা আরো আরামদায়ক করতে লোয়ার সাইডবার্থের নকশায় আনা হচ্ছে নতুন পরিবর্তন।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ট্রেনে উঠেই যদি আপনি দেখেন আপনার সিটটি পড়েছে লোয়ার সাইডবার্থে, তাহলেই মুখ গোমড়া। একে সারাক্ষণ পাশদিয়ে একের পর এক মানুষ চলাচল করবেন, সেইসঙ্গে রাত্রে শোয়ার সময় সিটের মাঝের বিভাজিকায় কোমরের দফারফা। এমনি অনেক অভিযোগ করে এসেছেন বহু মানুষ। তবে এবার আপনার ট্রেনের যাত্রাকে আরো আরামদায়ক করতে ভারতীয় রেলের তরফ থেকে লোয়ার সাইডবার্থের নকশাতে নতুন পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি পীযূষ গোয়েলের স্যোশাল মিডিয়াতে শেয়ার করা একটি ভিডিও থেকে সেই নতুন নকশা সম্পর্কে বিস্তারিত জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সেই ভিডিওতে রেলের একজন আধিকারিকের তরফে লোয়ার সাইডবার্থে নিয়ে আসা নতুন পরিবর্তনটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেইসঙ্গে কিভাবে যাত্রীরা সেটিকে ব্যবহার করবেন তাও জানানো হয়েছে।

বস্তুত এতদিন ট্রেনে উঠে যদি দেখা যেত যে সিটটি পড়েছে লোয়ার সাইডবার্থে তাহলেই মানুষের মধ্যে অস্বস্তি তৈরি হতো। সেক্ষেত্রে প্রথমত সামনে দিয়ে প্রতিনিয়ত মানুষ চলাচল করে, ফলে সেখানে বসে থাকা একটু অস্বস্তিকর হয়। সেইসঙ্গে শোয়ার সময় সেটি ব্যবহার করতে অসুবিধা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, বেশিরভাগ সময় তাতে বসে যাত্রা করতে হয় বলে লোয়ার সাইডবার্থের মাঝখান থেকে সেপারেশন করে অংশ দুদিকে সংশ্লিষ্ট পিছনের দেওয়ালের সঙ্গে আটকে রাখা থাকে। যাত্রী রাত্রে শোয়ার সময় কেবল সেই আটকানো অংশটিকে খুলে নিলে সেটি একটি বিছানার মত হয়ে যায়। তবে মাঝখানের অস্বস্তিকর সেই ফাঁক থেকেই যেত।

সেক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত মানুষদের কোমরের সমস্যা রয়েছে বা যাদের বয়স হয়ে গিয়েছে তাদের পক্ষে লোয়ার সাইট বার্থে শোয়া খুবই কষ্টকর বলে বিবেচিত হতো। তবে এক্ষেত্রে সেই অসুবিধা দূর করার জন্য ভারতীয় রেলের তরফে নতুন একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে লোয়ার সাইডবার্থের দুদিকে সংশ্লিষ্ট দেয়ালে আটকে থাকা অংশটি দুটিকে খুলে নিলে যে বিছানা তৈরি হচ্ছে সেটিতে সেপারেশন থাকলেও তার পাশে আরেকটি সেপারেশন ছাড়া বিছানা বেঞ্চের আকারের জানলার পাশে রাখা থাকবে।

সেটিকে শোবার সময় ওই সেপারেশন যুক্ত বিছানার ওপর ফেলে নিলেই মাঝখানের বিভাগটি আর পিঠে কষ্ট দেবেনা। আর ভারতীয় রেলের এই নকশার মাধ্যমে আগামী দিনে যাত্রীদের লোয়ার সাইডবার্থে ভ্রমণ করতে যাতে কোন অসুবিধা না হয় সেই কারণেই এমনটা করা হয়েছে বলে জানা গেছে এবং সেইসঙ্গে এই নকশা আগামী দিনে মানুষকে বিশেষ সুবিধা প্রদান করবে বলেও ভারতীয় রেলওয়ের তরফে আশা করা হচ্ছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!