এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শ্রমিকরা ঘরে ফিরতে পারছেন না কারণ কি মুখমন্ত্রীর সদিচ্ছার অভাব, দিলীপ ঘোষের অভিযোগে জোর জল্পনা

শ্রমিকরা ঘরে ফিরতে পারছেন না কারণ কি মুখমন্ত্রীর সদিচ্ছার অভাব, দিলীপ ঘোষের অভিযোগে জোর জল্পনা


রাজ্যের বাইরে রয়েছেন হাজার হাজার মানুষ, ঘরে ফিরতে আকুল তারা। কিন্তু ঘরে ফেরা সম্ভব হচ্ছে না। রাজ্যের পক্ষে অভিযোগ ছিল কেন্দ্র ব্যাবস্থা করছে না। কিন্তু ট্রেন চলাচল শুরু হবার পরেও ফিরতে পারেননি অনেকেই। সেই সংখ্যাটা নেহাত কম নয়। যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে ট্রেন দেওয়া হচ্ছে না।অন্যদিকে রেল দপ্তর বলছে রাজ্যের তরফ থেকে ট্রেন চাওয়া হয়নি। তৃণমূলের দাবি বিজেপির সরকার তৃণমূলের নাম অপপ্রচার চালাচ্ছে। কে ঠিক, কে ভুল সে বিবাদ এখনো মেটেনি।

তার মধ্যেই যদিও ফের রাজ্যে ট্রেন চলছে আর ফিরছেন অনেকেই। তবুও আটকে রয়েছেন অনেকেই। আশা নিরাশায় কাটছে দিন। এর মাসেই জল্পনা বাড়িয়ে দিলীপ ঘোষ দাবি করলেন যে, ” এই শ্রমিকরা আসছে তাদের নিয়ে আসার১৫ % খরচ আপনি দিচ্ছেন না, তারা এক এক জন শ্রমিক গাড়ি ভাড়া করে ৪০০০-৫০০০ টাকা খরচ করে বাড়ি আসছেন। আপনি যদি ব্যাবস্থা নেন সেক্ষেত্রে শ্রমিকদের খুব কম খরচ হবে বাড়ি ফিরতে। ” যার ফলে ফের প্রশ্ন উঠলো তবে কি সত্যি মুখমন্ত্রীর সদিচ্ছার এভাবেই এখনো বাইরে দিন কাটছে বাংলার মানুষের।

অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করেন দিলীপ ঘোষ।
তিনি বলেন ,”কাটমানি পাচ্ছেন না, আর তাতেই চটেছেন মুখ্যমন্ত্রী।” এদিন তিনি বলেন যে, ” যেদিন থেকে একজনও বাংলায় করোনা ধরা পড়েনি , সেদিন থেকেই প্যাকেজের গল্প বলেছেন , তিনিই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি প্রথম থেকে শুধুই প্যাকেজের কথা বলছেন এখনো বলে চলেছেন। ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাথেই এদিন তিনি অভিযোগ তুলে বলেন যে, ” আপনি আপনার তরফ থেকে সাধারণ মানুষকে কি দিয়েছেন? অসুস্থ মানুষকে চিকিৎসা শুধু দিতে পারেননি। পিপিই ,এসেন্সিয়াল কিট সব পাঠিয়েছে কেন্দ্র সরকার

তিনি এদিন এও দাবি করেন যে , “তিনি বলেও রেখেছেন যে টাকা চাইবেন কিন্তু হিসাব দেবেন না, এটা কি করে সম্ভব। যে কারণেই মোদী সরকার ঠিক করেছেন পিএম – কি ডিএম কি সাধারণ মানুষের একাউন্ট এই সব টাকা যাবে। যেমন ১০০ দিনের কাজে হয়েছে , অন্যান্য সরকারি প্রজেক্টে হয়েছে, মিড্ ডে মিলেও করার চেষ্টা হচ্ছে। যাতে চুরি বন্ধ হয়। কেন্দ্র সরকারের টাকা যদি হাতে না আসে তাহলে পার্টি কাটমনি পায় না। উনি ১০ লক্ষ কোটি টাকা চেয়েছিলেন কেন্দ্র ২০ লক্ষ কোটি টাকা দিয়েছেন তাতেও আনন্দ নেই , কেননা ওনার হাতে টাকা আসছে না। ওনারা টাকাটা খরচ করে কাটমানি পাচ্ছেন না , সেটাই আসলে কষ্ট। আর অন্য কোনো কষ্ট নেই। ”

সব মিলিয়ে ফের রাজ্য বিজেপির সঙ্গে যে তৃণমূলের সংঘাত লাগতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনো পতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!