এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আমেরিকা নির্বাচন? ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য গড়ে দেবেন ওসামা বিন লাদেনের ভাইঝি? জানুন বিস্তারে

আমেরিকা নির্বাচন? ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য গড়ে দেবেন ওসামা বিন লাদেনের ভাইঝি? জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- দেশে ভোটা ভুটি নিয়ে সমস্যা তো লেগেই আছে। আসন্ন ২১’শের ভোট নিয়ে সব রাজনৈতিক দলই ব্যস্ত নিজেদের প্রচারে। তবে আমাদের দেশের সঙ্গে বিদেশেও যে ভোট নিয়ে বেশ উত্তেজনা চলে সে খবর কি রাখেন? তবে এ উত্তেজনা অন্য দলকে হারানো নিয়ে নয়, এ একেবারে সন্ত্রাসবাদী উত্তেজনা। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক তাহলে। আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে বক্তব্য রেখে সম্প্রতি চাঞ্চল্য ছড়িয়েছেন নুর বিন লাদেন। কিন্তু কে এই নুর বিন লাদেন?

 

কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেন, আজ্ঞে হ্যাঁ, তারই ভাইজি নুর বিন লাদেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসডেন্ট নির্বাচনে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ভোট চাইলেন তিনি।সংবাদমাধ্যমে এই ছিল তার প্রথম সাক্ষাৎকার। সেখানে তিনি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র কে দ্বিতীয় ৯/১১ এর হামলা থেকে বাঁচাতে পারে একমাত্র ডোনাল্ড ট্রাম্প। এই ধরনের সন্ত্রাসবাদী হামলা থেকে বাঁচাতে, মার্কিন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন একদমই উপযুক্ত নন। তার এই দাবির পিছনে যুক্তি হিসেবে তিনি জানান, মার্কিন প্রেসডেন্ট বারাক ওবামার সময়ে মাথা চাড়া দিয়ে ওঠে ইসলামিক স্টেট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মধ্য প্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে তার প্রভাব ছড়িয়ে পরে ইউরোপ সহ সারা বিশ্বে। কিন্তু ট্রাম্পের জমানায় ইসলামিক স্টেট মাথা তুলতে পারেনি। নূরের মতে, তাই ডোনাল্ড ট্রাম্প বহু অংশে এই ব্যাপারে সফল এবং ভবিষ্যতেও তিনি আমেরিকা সহ পশ্চিমী সভ্যতাকে রক্ষা করতে সক্ষম হবেন।কুখ্যাত সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের পরিবারের সদস্য হলেও সুইজারল্যান্ড নিবাসী এই নুর বিন লাদেন সব সময়েই দুরত্ব বজায় রেখেছেন কাকার থেকে। তাঁর মা কারমেন ডুফুর এক সুইস লেখক। ২০০৪ সালে লাদেন পরিবারকে নিয়ে বই লেখেন তিনি। এই বই লিখে কারমেন খ্যাতি অর্জনও করেন। নূরের বাবা ইয়েসলাম বিন লাদেন হলেন ওসামার সৎ ভাই।

৯/১১ এর সেই ভয়াবহ সন্ত্রাসবাদ যার হাত ধরে রচিত হয়, সেই ওসামা বিন লাদেনের ভাইজি সেই ঘটনার পুনাবৃত্তি রুখতে ডোনাল্ড ট্রাম্প কে ভরসা করলেও, মার্কিন জনসাধারণ তার এই আর্জিতে কতটা সাড়া দেয় এখন সেটাই দেখার অপেক্ষা। তাঁর বক্তব্য, ট্রাম্পের জন্য কি নির্বাচন আশার আলো বাড়াবে? নাকি ওসামার পরিবারের এই সদস্যের ট্রামপের পাশে থাকার আর্জি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে মার্কিন জনগণের উপর? অপেক্ষায় থাকবে গোটা বিশ্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!