এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ত্রাণ বিলি নিয়ে সব্যসাচীর পাশে দিলীপ, জোর কটাক্ষ মমতাকে!

ত্রাণ বিলি নিয়ে সব্যসাচীর পাশে দিলীপ, জোর কটাক্ষ মমতাকে!

করোনা ভাইরাস আটকানোর জন্য প্রশাসনিক স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছিলেন বিরোধী রাজনৈতিক দলগুলো। প্রত্যেকেই আশা করেছিলেন, দলমত নির্বিশেষে করোনা ভাইরাসকে আটকাতে শাসক এবং বিরোধী সকলে এক হয়ে যাওয়ায় রীতিমতো আশাবাদী হয়ে পড়ে বঙ্গবাসী। কিন্তু সাম্প্রতিককালে পরিস্থিতি বদলে যেতে শুরু করেছে। সম্প্রতি লকডাউনের মধ্যে ত্রাণ বিলি করা নিয়ে বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিজেপি বিধায়ক সব্যসাচী দত্তকে। যাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সব্যসাচীবাবু ইতিমধ্যেই এই ব্যাপারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন‌।

আর এবার সেই সব্যসাচী দত্তের পাশে দাঁড়িয়ে এই ব্যাপারে শাসক দল তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লকডাউনের সময় রাজনীতি করার অভিযোগ আনেন তিনি। সূত্রের খবর, এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, “এতদিন যেটা চলছিল সেটা মোটেও সেবা ছিল না।মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছিলেন। আমরাও তাহলে রাজনীতি করব। উনি রাজনীতি করলে আমরাও রাজনীতি করতে পারি। উনি সেবা করলে আমরা সেবা করতে আপত্তি কোথায়! আমরা সেই সেবা করতে বেরিয়েছি। আমরা রাজ্য সরকারকে পূর্ণ সহযোগিতা করতে রাজি। কিন্তু প্রশাসন কি সেই সেবা নিতে তৈরি! ওরা এত উতলা হচ্ছে কেন? শুধু রাজনীতি, শুধু ভোট?”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন হলেও ইতিমধ্যেই রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এই বিষয় নিয়ে আপত্তি তুলেছে ভারতীয় জনতা পার্টি। যেখানে বিজেপি’র পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে, সকলকে গৃহবন্দী হয়ে থাকতে বলা হলেও, প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে প্রভাব বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু এক্ষেত্রে রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত মানুষের পাশে দাঁড়ানোর কথা বললেও, যেভাবে তাকে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হলেও, এবার তা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই সময় রাজনীতি করার বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সব মিলিয়ে প্রথম থেকে বাংলা করোনা মুক্ত করতে রাজনীতিবিদরা এক হলেও, এখন তাদের দ্বিধাবিভক্ত রূপ প্রকাশ্যে চলে আসায় রীতিমতো হতাশ সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!