এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ত্রাণ বিলি নিয়েও গোষ্ঠীদ্বন্দ শাসকদলে, নিন্দার ঝড় নিন্দার ঝড় সর্বত্র

ত্রাণ বিলি নিয়েও গোষ্ঠীদ্বন্দ শাসকদলে, নিন্দার ঝড় নিন্দার ঝড় সর্বত্র

সারাবিশ্বে এইমুহুর্তে করোনার ভয়াবহতায় ত্রাহি ত্রাহি রব উঠেছে। ভয়াবহ সংকটের মুখে মানবজাতি। সাধারণ গরিব মানুষদের খাবারের সংস্থান করতে প্রতিটি দেশ সচেতন। মানবিকতা দেখাতে প্রস্তুত সবাই। অন্যদিকে সংক্রমণ আটকাতে দেশজুড়ে চলছে লকডাউন। সেই পরিস্থিতিতেও বড়ো হয়ে উঠল মানবিকতার থেকে গোষ্ঠীদ্বন্দ্ব। সম্প্রতি গার্ডেনরিচ এলাকায় ত্রাণ বিলিকে কেন্দ্র করে তৃণমূলের দুই দলের গোষ্ঠী সংঘর্ষের ফলে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে।

লকডাউনের জেরে যাতে মানুষকে ঘর থেকে বেরোতে না হয়, তার জন্যই ত্রাণের ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেউ বা কারা স্বতঃপ্রণোদিত হয়েও ত্রাণবিলি করছেন। সেই ত্রাণ বিলিকে কেন্দ্র করেই কলকাতার গার্ডেনরিচ এলাকায় তুমুল সংঘর্ষ হয় তৃণমূলের দুই গোষ্ঠীর। সূত্রের খবর, রবিবার গভীর রাতে 135 নম্বর ওয়ার্ডে কাচ্চি সড়ক এলাকায় গোষ্ঠীসংঘর্ষ শুরু হয়। এমনকি গোষ্ঠীসংঘর্ষে অস্ত্রের ব্যবহার হয়েছে বলে খবর। জানা গেছে, এই ঘটনায় দু’দলের কমবেশি অনেকেই জখম হয়েছেন।

ইতিমধ্যে পুলিশ অবস্থা আয়ত্তে আনতে 7 জনকে গ্রেফতার করেছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গেছে, 135 নম্বর ওয়ার্ডে ত্রাণ বিলি করছিলেন শাবা ইকবালের অনুগামীরা। এর ফলে খুব স্বাভাবিকভাবেই ত্রাণ নেওয়ার জন্য ভিড় জমে যায়। তার প্রতিবাদ করতে 135 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতারি নিজামের ছেলে ববির অনুগামীদের সঙ্গে রীতিমতো লাঠালাঠি শুরু হয়ে যায় অন্য দলের। মুহূর্তের মধ্যেই এলাকা রণক্ষেত্র হয়ে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বন্দর এলাকার তৃণমূল কর্মীদের একাংশ জানিয়েছেন, 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তৃণমূল নেতা মুন্না ইকবাল এর ছেলে শামস ইকবাল। অন্যদিকে 135 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের আখতারি নিজামী। অবশ্য আখতারীর এর সমস্ত কাজকর্ম দেখাশোনা করেন তার ছেলে ববি। এই অবস্থায় শাবা ইকবাল বহু দিন ধরেই চেষ্টা করছেন 135 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে দাঁড়ানোর জন্য। সেই কাজটি ত্বরান্বিত করতে বেশ কয়েক মাস ধরেই আখতারীর ওয়ার্ডে অর্থাৎ 135 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জনসংযোগ মূলক কাজ চালাচ্ছেন শাবা ইকবাল।

এই নিয়ে এর আগেও ববির অনুগামীদের সঙ্গে শাবার অনুগামীদের সংঘর্ষ হয়েছে। অন্যদিকে শাবা অভিযোগ করেছেন, ‘আমরা খাবার এবং অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিলাম। সেই ত্রাণ বিলি করতে বাধা দেন ওখানকার কাউন্সিলরের ছেলে। রীতিমতো আগ্নেযাস্ত্র নিয়ে তাঁর লোকজন হাজির হয়। বোমা ছোঁড়েন।’ অন্যদিকে আখতারী নিজামীর ছেলে ববি দাবি করেছেন, বারংবার নিষেধ করার পরেও শাবা ইকবাল এর পক্ষ থেকে ত্রাণ বিলি করা হয়। ফলে নিমেষেই ভিড় জমে ওঠে। তার প্রতিবাদ করতেই শাবার অনুগামীরা অশান্তি শুরু করে। সূত্রের খবর, বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় পুলিশ এলাকার অবস্থা আয়ত্তে আনতে সমর্থ হয়।

এই ঘটনায় পুলিশ 7 জনকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করেছে। অন্যদিকে দেশের কঠিনতম তথা রাজ্যেরো কঠিনতম অবস্থায় যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হল, তা নিয়ে রীতিমত তীব্র সমালোচনা চলছে রাজনৈতিক মহলে। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, যেখানে মুখ্যমন্ত্রী নিজে সাবধান করছেন সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং সুষ্ঠুভাবে অনাহারীদের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য- সেখানে কীভাবে মুখ্যমন্ত্রীর কথার অবমাননা করা হল! তবে এখনো পর্যন্ত এই ঘটনায় তৃণমূল নেত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি বিচার করে নেত্রী কি ব্যবস্থা গ্রহণ করেন, সে দিকেই লক্ষ্য রাখবে সবাই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!