এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ত্রাণ বিলিকে কেন্দ্র করে আরও একবার রাজনৈতিক খণ্ডযুদ্ধ তৃণমূল-বিজেপির, চাঞ্চল্য রাজ্যে !

ত্রাণ বিলিকে কেন্দ্র করে আরও একবার রাজনৈতিক খণ্ডযুদ্ধ তৃণমূল-বিজেপির, চাঞ্চল্য রাজ্যে !


করোনা সংকটকালে মানুষ যতই আতঙ্কিত হোক না কেন, রাজনৈতিক ধ্বজাধারীদের ঝগড়া-বিবাদে খামতি নেই কোথাও। সাধারণ মানুষকে ত্রাণ বিলি করা নিয়েও যেভাবে রাজনৈতিক খণ্ডযুদ্ধ বেঁধে উঠছে বিভিন্ন জায়গায়, তা নিয়ে রীতিমতো বিরক্ত সমাজের সর্বস্তর। করোনার সংক্রমণ এড়াতে বর্তমানে রাজ্য জুড়ে চলছে লকডাউন পরিস্থিতি। সারাবিশ্ব যেখানে করোনার ভয়াবহতায় শিউরে উঠছে, ভয়াবহ সংকটের মুখে মানবজাতি, সেখানে সাধারণ গরিব মানুষদের খাবারের সংস্থান করতে গিয়েও যেভাবে রাজনৈতিক আকচাআকচি দেখা যাচ্ছে, তা যথেষ্ট নিন্দনীয় বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি এ রকম একটি ঘটনা দেখা গেল উত্তর 24 পরগনার পানিহাটি এলাকায়। সম্প্রতি এলাকার বিজেপি কর্মী বাপি পণ্ডিতের বাড়িতে কিছু অজ্ঞাত পরিচয় যুবক হামলা করে এবং বাড়ির দরজা জানালা ভেঙে দেয় বলে জানা গেছে। এই হামলা সূত্রে বিজেপি কর্মী বাপি পন্ডিত অভিযোগ করেন, “পানিহাটি পুরসভার প্রাক্তন তৃণমূল পৌরপিতা অনুপম দত্তের নেতৃত্বে আমার বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী । আমি সত্যি ঘটনা তুলে ধরতে চেয়েছি তাই আমার বাড়িতে হামলা চালানো হয়েছে।”

প্রসঙ্গান্তরে বলে নেওয়া ভালো, তৃণমূলের কমিউনিটি কিচেন এর জন্য লরি করে যে খাদ্য সামগ্রী আসে তার ছবি তুলে সেই ছবিতে রং ছড়িয়ে অসত্য তথ্য পরিবেশনের অভিযোগ ওঠে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি কর্মী বাপি পন্ডিতের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে পানিহাটি পৌরসভা 8 নম্বর ওয়ার্ডে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। বিজেপি কর্মীরা অবশ্য এলাকার কাউন্সিলর অনুপম দত্তের দিকে অভিযোগের আঙুল তুলেছে। তাঁদের অভিযোগ, বুধবার রাতে খাদ্যসামগ্রী বোঝাই লরি বিটি রোডের উপর দাঁড়িয়ে ছিল। তখনই বাপি পন্ডিতের নেতৃত্বে ছবি তুলছিল বিজেপি কর্মীরা। সেই সময়ে শুরু হয় তৃণমূল বিজেপির একচোট ঝামেলা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অত রাতে এলাকার পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে বলে জানা গেছে। আর তারপরেই বৃহস্পতিবার সকালে এই ঘটনা। অন্যদিকে পানিহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূলের পৌরপিতা অনুপম দত্ত জানিয়েছেন, দেশের করোনা সংকটকালে এই মুহূর্তে প্রতিদিন এলাকার প্রায় 15 জন মানুষকে তাঁরা কমিউনিটি কিচেন এর মাধ্যমে খাদ্য সরবরাহ করেন। মানুষের পাশে থেকে কাজ করার জন্য তাঁরা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করে চলেছেন। তাই অন্য কোন দিকে পরিকল্পনা করার মতন অবস্থা বা সময় তাঁর এবং তাঁর দলের কর্মীদের নেই।

তবে পৌর পিতা অনুপম দত্ত বলেন, জনগণের সেবা কার্যে বিজেপি কর্মী বাপি এবং তাঁর দলবল বাধা দিতে চাইছিল বলেই সাধারণ জনগণ উত্তেজিত হয়ে বাপির বাড়ি হামলা চালায়। এই ঘটনায় তৃণমূলের কোন কর্মী যুক্ত নয় বলে তিনি দাবি করেন। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি এখনো পর্যন্ত পুলিশ। অন্যদিকে এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সোচ্চার হয়েছে এলাকার বিজেপি কর্মীরা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে পুরো ঘটনার তদন্ত চলছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সংকটময় পরিস্থিতিতে সাধারণ গরিব মানুষের যখন খেতে পারছে না, তাঁদের ত্রাণ বিলি নিয়ে যেভাবে রাজনৈতিক পারদ চড়ছে, তা কখনোই মেনে নেওয়া যায়না। তবে এই ঘটনায় নতুন করে বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক দ্বন্দ্ব যে আরেকবার জোরালো হলো, সে ব্যাপারে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!