এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ত্রাণ নিয়ে এলাকায় পৌঁছতেই ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, অভিযোগ তৃণমূলের দিকে

ত্রাণ নিয়ে এলাকায় পৌঁছতেই ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, অভিযোগ তৃণমূলের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে যেভাবে রাজ্যের প্রতিটি কোণায় কোণায় বিজেপি নেতারা পৌঁছে গিয়েছিলেন, ভোট মেটার পর সেই ছবি পাল্টে যায়। কার্যত একুশের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে রাজ্যের তৃণমূল শিবির। দাবি করা সত্বেও বড় ব্যবধানে হেরেছে বিজেপি। যদিও তাঁরা এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধীদলের জায়গা পেয়েছে। কিন্তু যেসব জায়গায় বিজেপি জিতেছে, সেখানকার মানুষের ক্ষোভ পরিবর্তিত পরিস্থিতিতে সামনে আসছে। কার্যত বাংলায় যখন অতিবৃষ্টিতে বন্যা কবলিত হয়ে পড়েছে বিভিন্ন জায়গা, ঠিক তখনই অভিযোগ উঠেছে নির্বাচনে জেতা কোন বিধায়ককেই এলাকায় দেখা যাচ্ছেনা। আর সেখান থেকেই ক্ষোভের মুখোমুখি হলেন বিজেপি বিধায়ক।

খানাকুলে ত্রাণ নিয়ে এবং দলীয় পতাকা সহযোগে এলাকায় হাজির হন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। আর তাঁকে সামনে পেয়েই রীতিমতো ফুঁসে ওঠেন স্থানীয় জনতারা। কার্যত বৃহস্পতিবার যে অতিবৃষ্টি হয়েছে তার জেরে খানাখুল অঞ্চল প্রায় বন্যা কবলিত এলাকায় পরিণত হয়েছে। এছাড়াও ডিভিসির জল ছাড়ার ফলে গোটা এলাকা জলে ডুবে গেছে। বাড়িঘর ছেড়ে প্রত্যেককেই যেতে হয়েছে ত্রাণশিবিরে। কিন্তু এতদিন পর্যন্ত এক মুহূর্তের জন্য স্থানীয় বিধায়কের দেখা পাওয়া যায়নি বলেই দাবি করেছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষকে সামনে পেয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বিজেপি বিধায়ক এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। তিনি জানিয়েছেন, এটি তৃণমূলের পরিকল্পিত আক্রমণ। এলাকায় যাতে বিজেপি কোনভাবেই ত্রাণ নিয়ে না পৌঁছাতে পারে, তাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালিয়েছে। যদিও বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁরা কোন দলের মধ্যে নেই। এতদিন সমস্যার মধ্যে থাকলেও বিধায়কের দেখা পাওয়া যায়নি, আর সেটাই মূল কারণ ক্ষোভের। কিন্তু এখন ত্রাণ দিতে এসে তিনি ছবি তুলছেন যাতে নিজের প্রাসঙ্গিকতা বাড়ানো যায় বলে অভিযোগ এলাকাবাসীর। তবে শেষপর্যন্ত নিরাপত্তারক্ষী ও পুলিশের সাহায্যে গ্রামে ঢুকে ত্রাণ বিলি করেছেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ।

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি বিধায়কের অভিযোগ নস্যাৎ করে পাল্টা জানানো হয়েছে, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এতদিন পর্যন্ত বিধায়ক তহবিলের টাকায় ত্রাণ মজুদ করছিলেন বিজেপি কার্যালয়ে। তা নজরে পড়ে এলাকার মানুষের। আর তাতেই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়। খুব স্বাভাবিকভাবেই সুশান্ত ঘোষের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ সামনে আসায় কার্যত তীব্র জল্পনা শুরু হয়েছে। আপাতত এই জল্পনার সূত্রে বিজেপি বিধায়ক কি কোন বিপাকে পড়তে চলেছেন? নজর থাকবে সেই দিকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!