এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ত্রাণের দাবিতে বিক্ষোভ, অস্বস্তিতে হেভিওয়েট বিজেপি বিধায়ক!

ত্রাণের দাবিতে বিক্ষোভ, অস্বস্তিতে হেভিওয়েট বিজেপি বিধায়ক!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বর্তমানে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে এলাকাস্থল পরিদর্শন করার বার্তা দিচ্ছেন। তবে বিরোধী দলের জনপ্রতিনিধিরা যে সমস্ত জায়গায় রয়েছেন, তাদের এই বিষয়ে সচেতন থাকা উচিত বলেই মনে করছে সরকার পক্ষ। কিন্তু এই পরিস্থিতিতে এবার বন্যা পরিস্থিতি বিপদজনক জায়গায় পৌঁছে গেলেও বিরোধী দল বিজেপির বিধায়কের দেখা না পেয়ে রীতিমতো বিক্ষোভ শুরু করলেন সাধারণ মানুষ। যার জেরে ব্যাপক চাপের মুখে পড়ে গেল ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি এই গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেস বাড়তি হাতিয়ার পেয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এলাকায় দেখতে পাওয়া যায়নি স্থানীয় বিজেপি বিধায়ক তাপসী মন্ডলকে। আর এই পরিস্থিতিতে সাধারণ বাসিন্দারা রীতিমতো ত্রাণের দাবিতে বিক্ষোভ বিজেপি বিধায়কের অনুপস্থিতির বিষয়টি তুলে ধরেন। বিধায়ক হওয়ার পর থেকে সাধারণ মানুষের বিপদে দেখা যাচ্ছে না তাপসী মন্ডলকে বলে দাবি করতে শুরু করেন একাংশ। এদিকে বিজেপি বিধায়কের বিরুদ্ধে সাধারণ মানুষের একাংশ অভিযোগ তোলার সাথে সাথে গোটা বিষয়ে রাজনৈতিক তরজা চরম আকার ধারণ করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তৃণমূলের পরিকল্পনায় এই ঘটনা ঘটেছে। যদিও বা ঘাসফুল শিবিরের পক্ষ থেকে তা সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে‌। কিন্তু যেভাবে সাধারণ মানুষ বিধায়কের অনুপস্থিতি নিয়ে যে অভিযোগ করছেন তাতে কি বলবেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল? এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “প্রথম যেদিন থেকে বৃষ্টি হচ্ছে, সেদিন থেকে রোজই বেরোচ্ছি। প্রত্যেকটা এলাকার ডুবে আছে। এসডিওকে জানিয়েছি, পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে বারবার করে ফোন করছি। চেয়ারম্যানকে জানিয়েছি। খালের কাছে সুইজগেট সব বন্ধ। এগুলো পৌরসভার দায়িত্ব নিকাশি ব্যবস্থাকে ঠিক রাখা।” অর্থাৎ বিজেপি বিধায়কের বিরুদ্ধে বন্যা পরিস্থিতি নিয়ে ত্রাণ না দেওয়ার অভিযোগ তুলে সাধারণ মানুষের একাংশ বিক্ষোভ করলেও, তাতে গুরুত্ব দিতে নারাজ বিজেপি বিধায়ক।

এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলে নিজের দিকে ওঠা অভিযোগকে সম্পূর্ণরূপে ঝেড়ে ফেলার চেষ্টা করলেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, গেরুয়া শিবির এই প্রথম রাজ্য বিধানসভায় বিরোধী দলের জায়গা দখল করেছে। বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাদের জনপ্রতিনিধিদের কাজ করতে দিচ্ছে না শাসক দল। কিন্তু এবার সাধারন মানুষের পক্ষ থেকে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিজেপি বিধায়কের দেখা না পাওয়ার অভিযোগ তোলা হল, তাতে গেরুয়া শিবির যে ব্যাপক চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!