এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ত্রাণের কোটি-কোটি টাকা নয়ছয়ের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, অস্বস্তিতে শাসকদল

ত্রাণের কোটি-কোটি টাকা নয়ছয়ের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, অস্বস্তিতে শাসকদল

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সরকারি ত্রাণের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মালদহ জেলার এক তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। গত ২০১৭ সালে মালদহ জেলাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। বন্যায় বহু মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বন্যায় ঘরবাড়ি ভেঙে গৃহহীন হয়ে পড়েছিলেন কয়েক হাজার মানুষ। সে সময়ে সরকারের পক্ষ থেকে বিপদগ্রস্থ মানুষদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছিল। যাঁদের বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে তাদের ৭০ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছিল। আবার যাদের বাড়ি আংশিক ভেঙেছে তাদের ৩৩০০ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছিল।

কিন্তু অভিযোগ ওঠে, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিপূরণের সাহায্য পাননি। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন মালদার হরিশচন্দ্রপুর এক ব্লকের বোরুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সোনামনি সাহা। নিজের ঘনিষ্ঠ ব্যক্তিদের একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। পরে সেখান থেকে সে টাকা চলে এসেছে তাঁর কাছে। কোন কোন ব্যক্তির একাউন্টে পাঁচবার, ছবার পর্যন্ত টাকা এসেছে বলে অভিযোগ উঠেছে।

ইতিপূর্বে, এই অভিযোগ উঠেছিল কিন্তু প্রশাসন তদন্তে অকারণ বিলম্ব করছে বলে হাইকোর্টের কাছে মামলা দায়ের করেছিলেন কংগ্রেস নেতা আবদুল মান্নান। এরপর গত রবিবার পঞ্চায়েত প্রধান সোনামণি সাহার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন বিডিও অনির্বাণ বসু। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। এবার পুলিশ এর তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চাঁচোলের এসডিপিও সুব্রত মন্ডল জানিয়েছেন যে, ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। সবকিছু খতিয়ে দেখে আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে। কংগ্রেস নেতা আবদুল মান্নান অভিযোগ করেছেন যে, প্রশাসন প্রধানকে তিনবার শোকজ করেছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। দুর্গত মানুষদের টাকা না দিয়ে, তা লুঠ করা হয়েছে।

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল, মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। এ প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূল কো-অর্ডিনেটর দুলাল সরকার জানান, মহকুমা শাসকের অধীনে পঞ্চায়েতের প্রধান কাজ করে থাকেন। তাই এক্ষেত্রে যদি পঞ্চায়েত প্রধান টাকা আত্মসাৎ করেন। তবে বিডিওর এ বিষয়টি দেখা উচিত ছিল আগেই। এতদিন পর কেন তিনি অভিযোগ করছেন?

তবে, এ প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখেন নি অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। এমনকি বাড়ি থেকে উধাও হয়ে গেছেন তিনি। পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। তাঁর বাড়িতে গেলে জানা গেছে যে, তিনি বাড়িতে নেই। তাঁর ছেলে গৌরব সাহা জানিয়েছেন যে, তার বাবা-মা কেউই বাড়িতে নেই। তাঁরা কোথায় গেছেন? তা বলে যাননি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!