এখন পড়ছেন
হোম > অন্যান্য > ট্রায়াল চলছে সিরাম ইনস্টিটিউটের আরো একটি ভ্যাকসিনের, দ্রুত মিলতে পারে সুখবর

ট্রায়াল চলছে সিরাম ইনস্টিটিউটের আরো একটি ভ্যাকসিনের, দ্রুত মিলতে পারে সুখবর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কোভিসিল্ড এরপর সিরাম ইনস্টিটিউটের তত্ত্বাবধানে আমেরিকার নোভাভ্যাক্স ভ্যাকসিনের ট্রায়াল শুরু হলো। ভারতে এই ভ্যাকসিনের প্রতিলিপির নাম রাখা হয়েছে কোভোভ্যাক্স। যার দায়িত্ব পেয়েছে পুনের সিরাম ইনস্টিটিউট। গত বৃহস্পতিবার কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কোভোভ্যাক্স এর তৃতীয় ট্রায়াল শুরু হয়েছে।

এই ট্রায়ালের মূল দায়িত্বে রয়েছেন ক্লিনিক্যাল ফার্মাকোলজির বিশেষজ্ঞ শান্তনু ত্রিপাঠী। এই প্রসঙ্গে ট্রায়ালের ফেসিলিটেটর বিশেষজ্ঞ স্নেহেন্দু কোনার জানালেন যে, কোভোভ্যাক্স বাজারে প্রচলিত অন্যান্য ভ্যাকসিন গুলির চেয়ে কিছুটা আলাদা। এর মধ্যে রয়েছে কৃত্রিমভাবে তৈরি করা ভাইরাসের স্পাইক প্রোটিন। এর কার্যকারিতা বাড়াতে এতে আছে ন্যানো পার্টিকল রাসায়নিক। যেসব স্বেচ্ছাসেবকরা ট্রায়ালে অংশগ্রহণ করবেন, তাদের অনেককেই প্রোটিন বেসড রিকম্বিন্যান্ট স্পাইক প্রোটিন ন্যানো পার্টিকল ভ্যাকসিন কোভোভ্যাক্স দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর কয়েকজনকে দেয়া হবে নোভাভ্যাক্স। তবে, কাকে কোনটা দেওয়া হবে? তা তাঁরা গোপনে রাখবেন। বিশেষজ্ঞদের অনুমান, উভয়ের ক্ষেত্রেই একই ফল মিলবে। ইতিমধ্যে ইউরোপ ও আমেরিকাতে নোভাভ্যাক্স এর তৃতীয় ট্রায়াল সম্পূর্ণ হয়েছে। দেখা গেছে এর কার্যকারিতা ৯০.৪ শতাংশ রয়েছে। এরপরই ভারতে এর প্রতিলিপি কোভোভ্যাক্স পাঠানো হয়েছে। প্রথম ও দ্বিতীয় ট্রায়ালের পর এখন যার চলছে তৃতীয় ট্রায়াল।

স্বেচ্ছাসেবকদের প্রথম ডোজ দেবার ২১ দিন পরে দিতে হবে দ্বিতীয় ডোজ। এরপর ছমাস পরে তাদের রক্ত পরীক্ষা করে দেখা হবে যে, তাদের শরীরে কতটা অ্যান্টিবডি তৈরি হয়েছে। এ জন্য স্বেচ্ছাসেবকদের ছমাস ধরে পর্যবেক্ষণ করা হবে। এই সময়ের মধ্যে স্বেচ্ছাসেবকদের পাঁচবার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে যোগাযোগ করতে হবে। এজন্য তাদের যাতায়াতের যে খরচ হবে, সেই খরচ বহন করা হবে সংস্থার পক্ষ থেকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!