এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ফিরে আসছে কলকাতার হারিয়ে যাওয়া ঐতিহ্য। নিউটাউনে ট্রায়াল ওপেন টপ ডাবল ডেকার বাসের।

ফিরে আসছে কলকাতার হারিয়ে যাওয়া ঐতিহ্য। নিউটাউনে ট্রায়াল ওপেন টপ ডাবল ডেকার বাসের।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় ১৫ বছর পর গতবছর অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজা পরিক্রমা উপলক্ষে দুটি ওপেন টপ ডাবল ডেকার বাসের রাজপথে নামার কথা জানিয়েছিলেন। সেইসঙ্গে ২০০৫ সালের পর কলকাতার রাস্তায় পর্যটকদের জন্য ওপেন টপ ডাবল ডেকার বাসের আগমন জনমনে উচ্ছাস তৈরি করেছিল। তবে গতবছরের পর রবিবার হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন বা হিডকো এবং পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন বা ডাব্লুবিডিটিসির উদ্যোগে নিউটাউনে ওপেন টপ ডাবল ডেকার বাসের ট্রায়াল হয়েছে বলেই জানা গেছে।

সেইসঙ্গে আপাতত এই বাসে কলকাতার সমস্ত পর্যটন স্পট ঘুরিয়ে দেখানো হবে বলেও জানান হয়। পরিবহন কর্তৃপক্ষের এক আধিকারিকের তরফে জানানো হয়েছে, ডাব্লুবিডিটিসি দ্বারা চালিত এই বাসে খুব শীঘ্রই প্রতিদিনের পর্যটকদের যাত্রা ভাড়া এবং অন্যান্য পদ্ধতি চূড়ান্ত করা হবে। আর সেক্ষেত্রে সম্ভবত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যেতে পারে কলকাতাবাসী ঐতিহ্যের যাত্রা। কিন্তু কি কি দেখতে পারবেন পর্যটকরা?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রবিবার প্রায় দেড় ঘন্টার বাসের সেই ট্রায়াল রান বিশ্ববাংলা গেটের টিকিট কাউন্টার সাইট থেকে শুরু হয়। হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন ট্রায়ালে অংশ নেওয়া মানুষদের জন্য ট্যুর গাইড হিসাবে কাজ করেন। ট্রায়াল শুরু হওয়ার পর ট্যুরের প্রথম স্পট হিসেবে আসে রবীন্দ্র তীর্থ। এরপর ডাবল ডেকার বাসটি আলিয়া বিশ্ববিদ্যালয়ের স্মার্ট বাসস্ট্যান্ড পেরিয়ে বর্তমান নিউটাউনের অন্যতম আকর্ষণীয় স্থান, নিউটাউন কফি হাউসের সামনে পৌঁছবে।

এরপরবর্তী স্টপ হিসেবে আসবে মাদার্স ওয়াক্স মিউজিয়াম, পরে বিবেক তীর্থ। বিবেক তীর্থ থেকে বাসটি ইকো পার্কের দিকে যেতেই চোখের সামনে ফুটে ওঠে ‘বিশ্বের সাতটি বিস্ময়’ এর প্রতিরূপ, যা চমকপ্রদ অভিজ্ঞতার সৃষ্টি করবে। এরপর ইকোপার্কের এক একটি দর্শনীয় স্থানের মধ্যে দিয়ে দেড় ঘণ্টা পরে বাসটি আবার বিশ্ব বাংলা গেট ক্রসিংয়ে ফিরে আসবে। যদিও আসল ভ্রমণের সময় প্রতিটি স্থানেই দর্শকদের কিছুক্ষণ সময় দেওয়া হবে, তাই সেক্ষেত্রে ৫ ঘণ্টা মত সময় লাগবে বলেই জানান হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!