এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > NRC-কে হাতিয়ার করে নতুন ‘গণআন্দোলন’ তুলে আনতে চায় তৃণমূল কংগ্রেস

NRC-কে হাতিয়ার করে নতুন ‘গণআন্দোলন’ তুলে আনতে চায় তৃণমূল কংগ্রেস

কেন্দ্রের বিরুদ্ধে প্রায় অনেকদিন আগেই এনআরসি ইস্যুতে সরব হতে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি অসমে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। যেখানে সাড়ে 19 লক্ষের মত নাগরিকের নাম বাদ গিয়েছে। আর বিজেপি বিরোধিতায় এই মোক্ষম ইস্যুকে হাতছাড়া করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো এবার অসমে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকার প্রতিবাদে সরব হতে চলেছে তার দল তৃণমূল কংগ্রেস।

জানা গেছে, এই ইস্যুকে হাতিয়ার করে রাজ্যের প্রতিটি ব্লক এবং শহর কলকাতাতেও প্রতিবাদ মিছিলের ডাক দিতে চলেছে ঘাসফুল শিবির। বস্তুত, শনিবার এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পরই তা নিয়ে টুইটারে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই দলীয় বৈঠকেও এই ইস্যু নিয়ে আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, সেখানেই এনআরসির প্রতিবাদে আন্দোলন আরও জোরদার করার কথা বলেন তৃণমূল নেত্রী। বেশ কিছুক্ষণ ধরে চলা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে অসমে জাতীয় নাগরিকপঞ্জির তালিকা প্রকাশের প্রতিবাদে রাজ্যের প্রতিটি জেলায় আগামী ৭ এবং ৮ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি ১২ সেপ্টেম্বর কলকাতায় হবে একটি বড় মিছিল। চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিলে পা মেলানোর কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও। সবমিলিয়ে এনআরসি নিয়ে এবার এক বৃহত্তর ‘গণআন্দোলন’ গড়ে তুলতে চায় রাজ্যের শাসকদল। তবে এদিনের বৈঠকে শুধু এনআরসি নিয়ে আন্দোলনের রুপরেখা বেঁধে দেওয়াই নয়, দলীয় নেতাকর্মীদের উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রাখারও নির্দেশ দিয়েছেন তৃনমূল নেত্রী। জানা গেছে, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং সুখেন্দুশেখর রায়চৌধুরি এই সমন্বয় সাধনের বিষয়টি দেখভাল করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইভাবে অন্যান্য রাজ্যের আঞ্চলিক দলগুলির সঙ্গে সম্পর্ক যাতে আরও দৃঢ় হয়, সেদিকেও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নজর দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে একদিকে এনআরসি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আরও বেশি করে সোচ্চার হওয়া আর অপরদিকে বিভিন্ন রাজ্যে নিজেদের যোগাযোগ বাড়িয়ে সংগঠনকে চাঙ্গা করাই এখন প্রধান লক্ষ্য তৃনমূল নেত্রীর। এখন দেখার এনআরসি ইস্যুকে হাতিয়ার করে লোকসভায় হারানো জমি পুনরুদ্ধারে কতটা সফল হন তৃণমূল নেত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!