এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তীব্র শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

তীব্র শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি হেভিওয়েট তৃণমূল প্রার্থী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতবর্ষে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। স্বাভাবিক ভাবেই তা প্রবেশ করেছে বাংলায়। নির্বাচন চলার কারণে রাজনৈতিক নেতা থেকে শুরু করে অনেক প্রার্থীদের শরীরে প্রবেশ করতে শুরু করেছে এই করোনা ভাইরাস। ইতিমধ্যে একাধিক প্রার্থী এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। আর এবার তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন শান্তিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অজয় দে।

সম্প্রতি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু বাড়িতে নিভৃতবাসেই ছিলেন তিনি। তবে বৃহস্পতিবার সকালে শ্বাসকষ্ট অনুভব হওয়ার কারণে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হয়ে যাওয়ায় কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এই তৃণমূল প্রার্থীকে বলে খবর।

প্রসঙ্গত উল্লেখ্য, গত পঞ্চম দফায় 17 এপ্রিল শান্তিপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়েছিল। কিন্তু কিছুদিন আগে থেকেই শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন এখানকার তৃণমূল প্রার্থী অজয় দে। করানো হয় রাপিড টেস্ট। পরবর্তীতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। কিন্তু বুধবার রাত থেকে তিনি তীব্র শ্বাসকষ্ট অনুভব করছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করে অক্সিজেন, স্যালাইন দেওয়া হয়েছে। কিন্তু ক্রমশ অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়। স্বাভাবিকভাবেই তৃণমূল প্রার্থীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এখন ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের একাংশ বলছেন, এবারের এই করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। নির্বাচন চলার কারণে তা আরও বাড়তে শুরু করেছে এই বাংলায়। রাজনৈতিক নেতা থেকে শুরু করে কর্মীদের বারবার সতর্ক করা হলেও, প্রচার এবং মিটিং মিছিল করার কারণে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই একাধিক প্রার্থী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

অনেকে আবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর এই পরিস্থিতিতে শান্তিপুরের তৃণমূল প্রার্থীর তীব্র শ্বাসকষ্ট এবং হাসপাতালে ভর্তি তীব্র আশঙ্কা তৈরি করেছে। তবে দ্রুত যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন, তার জন্য প্রার্থনা শুরু করেছেন তার অনুগামীরা। সব মিলিয়ে ভয়াবহ ভাইরাসকে পরাজিত করে কবে সুস্থ হয়ে ওঠেন শান্তিপুরের তৃণমূল প্রার্থী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!