এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে প্রত্যাবর্তন ঘটলেও হেভিওয়েট নেতার বিরুদ্ধে পুলিশের এফআইআর! আবারও শুরু গোষ্ঠীদ্বন্দ্ব?

তৃণমূলে প্রত্যাবর্তন ঘটলেও হেভিওয়েট নেতার বিরুদ্ধে পুলিশের এফআইআর! আবারও শুরু গোষ্ঠীদ্বন্দ্ব?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, আবার বিজেপি থেকে সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মুর্শিদাবাদের হুমায়ুন কবীর। বারবার তার এই দলবদলের ঘটনা নজর কেড়েছে রাজনৈতিক মহলের। এদিকে তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার সাথে সাথেই এলাকায় আবার গোষ্ঠীদ্বন্দ্ব কে প্রশ্রয় দিচ্ছেন বলে সেই হুমায়ুন বাবুর বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছিল। যার পরিপ্রেক্ষিতে তিনি জানিয়ে দিয়েছিলেন, তার তৃণমূলে যোগ দেওয়া অনেকেরই সহ্য হচ্ছে না। তাই তার দিকে অভিযোগ তোলা হচ্ছে।

কিন্তু এবার তৃণমূলে যোগ দিলেও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সেই হুমায়ুন কবীরের বিরুদ্ধে জেলা পুলিশের তরফে দায়ের করা হল এফআইআর। যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেন হঠাৎ করে তৃণমূলে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীরের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হল? যেখানে বিরোধীদের পক্ষ থেকে প্রায়শই হয় যে, তাদেরকে কাবু করতে প্রশাসন তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মামলা করছে, সেখানে এই বিজেপি নেতা কিছুদিন আগে তৃণমূলে যোগ দিলেও কেন তার বিরুদ্ধে এফআইআর হল! এখন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলাজুড়ে।

জানা গেছে, সম্প্রতি রেজিনগরের তেঘরী নাজিরপুরে গিয়েছিলেন হুমায়ুন কবীর। যেখানে পুলিশের বিরুদ্ধে মন্তব্য করার জন্যই তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। যদিও বা এই প্রসঙ্গে পাল্টা জবাব দিয়েছেন হুমায়ুনবাবু। তিনি বলেন, “মানুষের ডাকে ওই এলাকায় গিয়েছিলাম। তেঘরী নাজিরপুর এলাকার মানুষ বড় মহরমের অনুষ্ঠান করার কথা বলেছিলেন। আমি তাতে সায় দেয়নি। কিন্তু গিয়ে শুনলাম আগের দিন রাতে পুলিশ এসে হুমকি দিয়ে গিয়েছে কোনো অনুষ্ঠান করা যাবে না। যা নিয়ে বাসিন্দারা অভিযোগ করেন। আমি আসব বলেই নাকি পুলিশ অনুষ্ঠান করতে দিতে চায় না। তাই নিয়েই কয়েকটা কথা বলেছি। দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে্ তার প্রতিবাদ করেছি। এর বাইরে কিছু নয়। আর হ্যাঁ, ওই এফআইআরের কথা জানি। পুলিশ আমাকে রেজিনগর থানায় ডেকেছিল। আমি দেখা করেছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। কেননা হুমায়ুন কবীর এই বিষয়ে স্থানীয় বিধায়ক রবিউল আলম এবং ব্লক সভাপতি আতাউর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সরব হয়েছেন। যদিও বা এই প্রসঙ্গে আতাউর রহমান বলেন, “প্রকাশ্যে দলের বিধায়ক, সভাপতির সমালোচনা করছেন। মানুষ সব বোঝে কে ঠিক, কে ভুল।” এদিকে এই ব্যাপারে পুলিশ প্রশাসন নিজের মত চলবে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী। তবে হুমায়ূন কবির দলে আসার সঙ্গে সঙ্গে যেভাবে আবার গোষ্ঠীদ্বন্দ্ব বাড়তে শুরু করেছে, তাতে দল তো আবার নতুন করে সমস্যায় পড়বে !

এই ব্যাপারে জেলা নেতৃত্ব কি কোনো পদক্ষেপ গ্রহণ করবে? এদিন এই প্রসঙ্গে জেলা তৃনমূলের সভাপতি আবু তাহের খান বলেন, “আমি সবিস্তারে জানি না। যা ব্যবস্থা নেওয়ার তা পুলিশ নেবে।” সব মিলিয়ে হুমায়ুন কবির তৃণমূলে যোগ দেওয়ার সাথে সাথেই আমার নতুন করে তার বিরুদ্ধে মামলা হওয়ায় এবং তিনি দলের একাংশের বিরুদ্ধে মুখ খোলায় শোরগোল পড়ে গেল তৃণমূলের অন্দরমহলে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!