এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূল ছাড়ছেন নিশ্চিত! কিন্তু কোন দলে যাচ্ছেন এই হেভিওয়েট নেতা? জল্পনা গোটা উত্তরবঙ্গ জুড়ে

তৃণমূল ছাড়ছেন নিশ্চিত! কিন্তু কোন দলে যাচ্ছেন এই হেভিওয়েট নেতা? জল্পনা গোটা উত্তরবঙ্গ জুড়ে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ তৃণমূলে ভাঙ্গন ধরতে শুরু করেছে। আর সেই ভাঙ্গন শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে। ইতিমধ্যেই কোচবিহার জেলার হেভিওয়েট তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টিতে। আর তারপরেই আলিপুরদুয়ার পৌরসভা তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্তের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। ইতিমধ্যেই আশিসবাবু জানিয়ে দিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন। তবে তিনি কোন রাজনৈতিক দলে নাম লেখাবেন, এখন সেটাই দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে।

আর এমত পরিস্থিতিতে তার ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করে কার্যত জল্পনা বাড়িয়ে দিলেন সেই আলিপুরদুয়ার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্ত। যেখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে, তৃণমূল কংগ্রেসের নেতা শুভেন্দু অধিকারী যে দলে নাম লেখাবেন, তিনিও অনুগামীদের নিয়ে সেই দলে যোগ দেবেন। স্বাভাবিক ভাবেই তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী কোনো ফ্যাক্টর নয় বলে দাবি করলেও, সেই শুভেন্দুবাবুর রাজনৈতিক ভবিষ্যতের উপরেই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এই নেতা ছেড়ে দেওয়ায় কার্যত চিন্তা বাড়ছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী মন্ত্রী পদ ছেড়ে দিয়েছেন। তার সঙ্গে দলের দূরত্ব ক্রমশ বাড়ছে। অনেকেই মনে করছেন, তিনি খুব তাড়াতাড়ি দলত্যাগ করবেন। তবে তিনি দল ত্যাগ করার পর নতুন কোনো টিম গঠন করে এগিয়ে যাবেন, নাকি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন, তা নিয়ে জল্পনা অব্যহত। আর এই পরিস্থিতিতে আলিপুরদুয়ার পৌরসভা তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্ত সেই শুভেন্দু অধিকারী যেদিকে যাবেন, তিনিও সেদিকে যাবেন বলে মন্তব্য করায় জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করল।

জানা গেছে, সোমবার তৃণমূলের জেলা কমিটির বৈঠক রয়েছে। যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে এই আশিস দত্তকে। কিন্তু তিনি সেই বৈঠকে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবেই তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক যে এখন কার্যত শেষ হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী যখন দলের সঙ্গে দূরত্ব তৈরি করছেন, তখন তার মান না ভাঙিয়ে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা তাকে উদ্দেশ্য করে নানা কটাক্ষ করতে শুরু করেছেন।

অনেকেই বলেন, মমতা বন্দোপাধ্যায়ের পর যদি দলের কারও জনপ্রিয়তা থেকে থাকে, তাহলে তার নাম শুভেন্দু অধিকারী। কিন্তু এখন তৃণমূলের শীর্ষস্তরের প্রায় প্রতিটি নেতাই দাবি করতে শুরু করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারও কোনো মূল্য নেই। তবে শুভেন্দু অধিকারীর যে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এবং গোটা রাজ্য জুড়ে যে তার অজস্র অনুগামী রয়েছে, তা আলিপুরদুয়ার পৌরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্তের কথাতেই কার্যত পরিষ্কার হয়ে গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে দল ছাড়ার কথা বলে শুভেন্দু অধিকারী যে দলে নাম লেখাবেন, তিনিও সেই দলে যোগ দেবেন বলে দাবি করলেন সদ্য তৃণমূল ত্যাগী এই নেতা। স্বাভাবিকভাবেই আশিসবাবুর মানভঞ্জন করতে এখন তৃণমূল নেতৃত্ব কতটা উদ্যোগী হয় এবং তার ফলে বরফ গলে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের। তবে যদি সত্যি সত্যিই আশিস দত্তের মত একের পর এক তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেন এবং শুভেন্দুবাবু দলত্যাগ করলে তারাও দলত্যাগের মত সিদ্ধান্ত নেন, তাহলে আগামী বিধানসভা নির্বাচন তৃণমূলের ক্ষেত্রে যে অত্যন্ত সংকটাপন্ন হয়ে উঠতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!