এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার হেভিওয়েট বিজেপি বিধায়কের দাদা! ক্রমশ উত্তেজনা বাড়ছে রাজ্যে!

তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার হেভিওয়েট বিজেপি বিধায়কের দাদা! ক্রমশ উত্তেজনা বাড়ছে রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার চরম বিরম্বনায় পড়লেন লাভপুরের বিজেপি বিধায়ক মনিরুল ইসলাম। দীর্ঘ সময় তাকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। আর এবার তৃণমূল কর্মী খুনে জড়িত থাকার অভিযোগে মনিরুল ইসলামের দাদা আনারুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, জুলাই মাসে লাভপুরে বাঘা গ্রামের সহদেব বাগদী খুন হন। বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। মূলত তৃণমূলের বুথ কমিটির অন্যতম সদস্য ছিলেন তিনি।

আর এরপরই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপির পক্ষ থেকে তাকে খুন করা হয়েছে। পরবর্তীতে এই ঘটনায় বিজেপি বিধায়ক মনিরুল ইসলাম সহ তার দাদা আনারুল ইসলাম এবং সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় 5 জন ধরা পড়লেও, মনিরুল বাবু এবং আনারুল বাবু এতদিন গ্রেপ্তার হননি। তবে অবশেষে বৃহস্পতিবার বোলপুরের কাশিপুর গ্রাম থেকে মনিরুল ইসলামের দাদা আনারুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যাকে ঘিরে এখন তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, আনারুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর এবার এই ঘটনায় মনিরুল ইসলামও পুলিশের জালে ধরা পড়েন কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে যদি এই ঘটনায় দাদা আনারুল ইসলামের পর বিজেপি বিধায়ক মনিরুল ইসলাম গ্রেপ্তার হন, তাহলে গেরুয়া শিবির অনেকটাই চাপে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই ব্যাপারে অবশ্য তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল বলেন, “আমাদের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। মনিরুল এবং আনারুল আমাদের দলে যোগ দিয়েছে বলেই রাজনৈতিক আক্রোশে তাদের নাম জড়ানো হচ্ছে।” এদিকে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী বলেন, “পুলিশ মৃতের পরিবারের তরফে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করেছে। রাজনৈতিক আক্রোশের অভিযোগ ভিত্তিহীন।” তবে যেভাবে ঘটনা পরম্পরা এগিয়ে যাচ্ছে, তাতে আনারুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর এবার প্রবল রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে এলাকায়। এখন মনিরুল ইসলামকে নিয়ে এই ব্যাপারে কতটা জল গড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!