এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল নেতাকে বহিষ্কার ঘিরে ক্রমশ সংঘাত বাড়ছে, ধুন্ধুমার শুভেন্দু গড়, অস্বস্তি শাসক শিবিরে!

তৃণমূল নেতাকে বহিষ্কার ঘিরে ক্রমশ সংঘাত বাড়ছে, ধুন্ধুমার শুভেন্দু গড়, অস্বস্তি শাসক শিবিরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বহিষ্কারকে কেন্দ্র করে এবার জোড়া অস্বস্তিতে পড়ল তৃণমূল কংগ্রেস। জানা গেছে, নন্দীগ্রামে পঞ্চায়েত প্রধান এবং তিন সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল আর বুধবার সেই বহিস্কৃত কোর কমিটির সদস্য শেখ শাহাবুদ্দিন এর নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী মিছিল করেন যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গেছে, এদিনের এই মিছিলে স্থানীয় পঞ্চায়েত প্রধান মানসুরা বেগম, 13 জন গ্রাম পঞ্চায়েত সদস্য, দুজন পঞ্চায়েত সমিতির সদস্য এবং একগুচ্ছ বুথ সভাপতি অংশগ্রহণ করেছিলেন। তবে পরিষ্কার করার পরেও সেখ সাহাবউদ্দিন মিছিল নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। কিন্তু তাকে বহিষ্কার করা নিয়ে ব্লক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সেই শেখ শাহাবুদ্দিন।

এদিন তিনি বলেন, “জেলা সভাপতি শিশির অধিকারী কোনরকম বহিষ্কারের অনুমোদন দেননি। তাহলে কার স্বার্থে আমাদের চার জনকে বহিষ্কার করা হল? সেটা জানতেই পথে নেমেছি। আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সানোয়ার আলি শাকে সহ-সভাপতি করা হচ্ছে। আমাদের অঞ্চলে অস্থিরতা তৈরির কারণ হল, নয়াচর থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। সেই টাকা ব্লক কমিটির কয়েকজন নেতার পকেটের উঠছে। আমরা এই নিয়ে প্রতিবাদ করেছি। আমরা সেখানকার জমি গরিবদের বিলিবণ্টন করার দাবি জানিয়েছে। গোটা বিষয়টি সম্পর্কে দলের নেত্রী থেকে শুরু করে রাজ্য সভাপতি এবং জেলা সভাপতিকে জানিয়েছি। উৎসবটা পেরিয়ে যাক। দেখবেন, অনেকেই দল ছেড়ে পালিয়ে গিয়েছে। যারা পালাবে তারাই বহিষ্কার নিয়ে মাতামাতি করছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে শেখ সাহাবউদ্দিন একথা বললেও তার বিরোধী গোষ্ঠীর নেতা নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আবু তাহের এদিন নিজের অনুগামীদের নিয়ে চৌরঙ্গীতে একটি মিছিল সভা করেন। আর কিছু দূরে দুই গোষ্ঠীর মিছিলকে কেন্দ্র করে শাসকদল যে ব্যাপক বিড়ম্বনার পড়ল, তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার ব্লক তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ শাহাবুদ্দিনের স্ত্রী মানসুরা বেগম সহ মোট চারজনকে বহিষ্কার করা হয়। তবে সেই বহিস্কারে জেলা কমিটির কোনো অনুমোদন নেই বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী।

আর শিশির অধিকারীর এই বক্তব্যকে হাতিয়ার করেই এদিন পাল্টা ময়দানে নেমে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে দেখা যায় শেখ শাহাবুদ্দিনকে।  যার ফলে  তৃণমূলের  গোষ্ঠী  কোন্দল  এলাকায় অনেকটাই  বৃদ্ধি করে বলে মনে করছেন  বিশেষজ্ঞরা। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে যদি এইভাবে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ তৈরি হতে শুরু করে, তাহলে বিরোধীরা যে তাকে হাতিয়ার করে ময়দানে নামবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে এবার দুই গোষ্ঠীর দ্বন্দ বন্ধ করতে শাসক দলের পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!