এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের ৮ মহারথীর গোপন রুদ্ধদ্বার বৈঠক, বিশেষ রিপোর্ট যাচ্ছে শীর্ষ নেতৃত্বের কাছে

তৃণমূলের ৮ মহারথীর গোপন রুদ্ধদ্বার বৈঠক, বিশেষ রিপোর্ট যাচ্ছে শীর্ষ নেতৃত্বের কাছে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বর্তমানে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের নতুন কমিটি গঠন এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে রুদ্ধদ্বার বৈঠক করল মালদহ জেলা তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, এদিন 34 নম্বর জাতীয় সড়ক লাগোয়া হোটেলে তৃনমূলের গুরুত্বপূর্ণ নেতাকে বৈঠক হয়। যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা তৃণমূলের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নূর, কো অর্ডিনেটর দুলাল সরকার, অম্লান ভাদুড়ী, মানব বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল।

একাংশের মতে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখন টালমাটাল পরিস্থিতি তৈরি হতে পারে। তাই তার আগেই মালদহ জেলা কমিটির আট গুরুত্বপূর্ণ নেতাকে নিয়ে জেলা নেতৃত্ব বৈঠকে বসে আগামীদিনের রণনীতি তৈরি করতে শুরু করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা ইতিমধ্যেই মালদহ জেলার তৃণমূলের পর্যবেক্ষক থাকা রাজ্যের শাসকদলের হেভিওয়েট শীর্ষনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা ছড়িয়েছে। মনে করা হচ্ছে, শুভেন্দু অধিকারী যদি দলবদল করেন, তাহলে তার পথ ধরে অনেকেই সেই সিদ্ধান্ত নিতে পারেন। যা শাসকদলের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই এই পরিস্থিতিতে এদিনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে।

কি আলোচনা হল বৈঠকে? এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূলের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, “ব্লক এবং অঞ্চল কমিটি গঠন সংক্রান্ত আলোচনা করে প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে। রাজ্য কমিটির কাছে এই তালিকা পাঠানো হচ্ছে। রাজ্য নেতৃত্বের অনুমোদন পেলেই কমিটি ঘোষণা করে দেওয়া হবে। এই কমিটি দ্রুত গঠন করার নির্দেশ ছিলৃ কারণ কমিটি গঠনের মধ্যে কিছুটা দেরি হয়ে গিয়েছে। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব কমিটি তৈরি করে নেতৃত্বকে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করা।” এদিকে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচিকে সফল করার জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে শাখা সংগঠনের নেতৃত্বদের যেতে বলা হয়েছে বলেও জানিয়ে দিয়েছেন মোয়াজ্জেম হোসেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই বৈঠক প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, “ইংলিশবাজার টাউন তৃণমূলের 33 জনের একটি কমিটির খসড়া তৈরি করা হয়েছে। রাজ্য নেতৃত্বের অনুমোদনক্রমে ওই তালিকা চূড়ান্ত হওয়ার পরেই তা প্রকাশ করা হবে।” কিন্তু কেন দলীয় কার্যালয়ে এই বৈঠক হল না? কেন এই বৈঠকের জন্য বেছে নেওয়া হল একটি হোটেলকে? এদিন এই প্রসঙ্গে দুলালবাবু বলেন, “বিজেপি নানাভাবে আমাদের দলের কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই আমরা নিজেদের মধ্যে স্ট্র্যাটিজি তৈরি করতে গোপন বৈঠক করেছি। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।” বিশেষজ্ঞরা বলছেন, মালদহ জেলা তৃণমূল কংগ্রেসে ব্যাপক গোষ্ঠী কোন্দল তৈরি হয়েছে।

তাই একদিকে সেই গোষ্ঠী কোন্দলকে যাতে দমন করা যায় এবং অন্যদিকে বিরোধী দলে অর্থাৎ বিজেপিতে যাতে কেউ নাম না লেখান, তার জন্য এখন গোপন বৈঠক করতে শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি আগামী দিনে বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে এখন থেকেই সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্প যাতে মানুষের কাছে বেশি করে তুলে ধরা যায়, তার জন্য রণকৌশল তৈরি করল মালদহ জেলার তৃণমূল নেতৃত্ব। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!