এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের ব্লক সভাপতি কারা সংশয়, উদ্বেগের মধ্যে এবার প্রতিবাদের ঝড় নিচুতলায়, ২১ এর আগে বাড়ছে অস্বস্তি

তৃণমূলের ব্লক সভাপতি কারা সংশয়, উদ্বেগের মধ্যে এবার প্রতিবাদের ঝড় নিচুতলায়, ২১ এর আগে বাড়ছে অস্বস্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি তৃণমূলের পক্ষ থেকে জেলা কমিটির পাশাপাশি বিভিন্ন ব্লকের এবং টাউনের কমিটি গঠন করা হচ্ছে। এতদিন জেলা নেতৃত্বের পক্ষ থেকে সেই কমিটি গঠন করে দেওয়া হলেও, রাজ্য নেতৃত্ব ব্লক এবং টাউন কমিটি গঠন করে দিচ্ছে। স্বাভাবিকভাবেই রাজ্য থেকে যেহেতু সেই কমিটি গঠন করা হচ্ছে, তাতে গোষ্ঠীদ্বন্দ্ব কম হওয়ার আশা করছেন বিশেষজ্ঞরা। এবার মুর্শিদাবাদ ভগবানগোলার পর ফারাক্কাতে তৃণমূলের নতুন ব্লক কমিটি নিয়ে তীব্র প্রতিবাদ তৈরি হল। যার জেরে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এই এলাকায় বাড়তে শুরু করেছে বলে দাবি বিশেষজ্ঞদের।

সূত্রের খবর, মঙ্গলবার ফারাক্কা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ 19 জন সদস্য, ব্লকের সাতজন প্রধান, অঞ্চল সভাপতি সহ একাধিক শাখা সংগঠনের নেতারা কো-অর্ডিনেটর খলিলুর রহমানের কাছে তাদের প্রতিবাদ জানিয়ে এসেছেন। জানা গেছে, এই সমস্ত তৃণমূল নেতারা দাবি করেছেন যে, ব্লক সভাপতি হিসেবে বর্তমানে যে ইলিয়াস শেখেন নাম শোনা যাচ্ছে, তিনি গত পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষে নির্বাচন করেছেন। তাই তাকে যদি সভাপতি করা হয়, তাহলে দল অনেকটাই অসুবিধায় পড়তে পারে।

সেদিক থেকে ইলিয়াস শেখের বদলে সদ্য সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া অরুনময় দাসকে ব্লক সভাপতি করার প্রস্তাব দিয়েছেন এই সমস্ত তৃণমূল নেতারা। একাংশ বলছেন, বর্তমানে ব্লক সভাপতি কে হবেন, তা নিয়ে বিভিন্ন জায়গায় তীব্র জল্পনা তৈরি হয়েছে। যেভাবে ব্লক সভাপতি হওয়ার আগেই দলের অনেক কর্মীরা প্রতিবাদ জানিয়ে কো অর্ডিনেটরের কাছে লিখিত চিঠি দিলেন, তাতে রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, ফারাক্কা ব্লকে গত 9 বছরে 5 বার সভাপতি পরিবর্তন হয়েছে। বর্তমানে যিনি ব্লক সভাপতি আছেন, তাকেও পরিবর্তন করা হতে পারে বলে খবর। কিন্তু সেখানে বিগত লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে নির্বাচন করার সিরাজুল ইসলামকে ব্লক সভাপতি করার কথা শোনা যাচ্ছে। তবে তা যাতে না হয়, তার জন্যই দলের একাংশ কো-অর্ডিনেটরের কাছে জমা দিলেন, তাতে সিরাজুল ইসলাম যদি সত্যি সত্যি ব্লক সভাপতি হন, তাহলে এখানে গোষ্ঠীদ্বন্দ্ব আরও বৃদ্ধি পাবে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

যার ফলে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল করবার জন্য এই সাংগঠনিক রদবদল করলেও, আদতে তা তৃণমূলের পক্ষে আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলেই মত রাজনৈতিক মহলের। সব মিলিয়ে ব্লক সভাপতি ঘোষণার আগেই যে নাম নিয়ে জল্পনা চলছে, তা যাতে না হয়, তার জন্য দলের কর্মীরা প্রতিবাদ জানাতে শুরু করেন। এখন শেষ পর্যন্ত তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাতে গোষ্ঠীদ্বন্দ্ব কমে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!