এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে পদ পেতেই কুণাল ঘোষ কি মুকুল রায়কে সারদাকাণ্ডে বড়সড় বিপাকে ফেলতে চান? বাড়ছে জল্পনা

তৃণমূলে পদ পেতেই কুণাল ঘোষ কি মুকুল রায়কে সারদাকাণ্ডে বড়সড় বিপাকে ফেলতে চান? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সারদা-কাণ্ড তৃণমূলকে অনেকটাই বিড়ম্বনায় ফেলেছে। বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে গেলে এই সারদা ইস্যুকে তুলে ধরে। এতদিন সারদাকাণ্ডে জেলে থাকার সময় তার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরায় বসানো হোক বলে দাবি করে এসেছিলেন সম্প্রতি তৃণমূলের মুখপাত্রের পদ পাওয়া কুনাল ঘোষ। কিন্তু নতুন করে তৃণমূলের দায়িত্ব পাওয়ার পর এই সেই কুনাল ঘোষ 180 ডিগ্রি ঘুরে গিয়েছেন।

বর্তমানে তার মুখে আর মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কোন কথা নেই উলটে তিনি এখন বারবারই দাবি করছেন মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি তাকে জেরায় বসানো হোক। যার ফলে বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূলের প্রাক্তন সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায় এখন ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন। 2021 এ বিজেপি মুকুল রায়ের কৌশলেই বাংলা দখল করতে চাইছে। কিন্তু তার আগে সেই মুকুল রায়কে চাপে ফেলতেই কুনাল ঘোষ এইরকম বক্তব্য দিচ্ছেন বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, সারদাকাণ্ডে চূড়ান্ত চার্জশিট পেশের আগে বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি জেরার কথা তুলে ধরে এদিন সিবিআইকে চিঠি দিয়েছেন তৃনমূলের মুখপাত্র কুনাল ঘোষ। শুক্রবার আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচারপতির আদালতে উপস্থিত হয়ে কুনাল ঘোষ বলেন, “তদন্তের স্বার্থে আমি সিবিআই যা বলেছে সহযোগিতা করেছি। রাজীব কুমার থেকে শুরু করে যাদের সঙ্গে তারা যৌথ জেরা চেয়েছে, আমি ছিলাম। কিন্তু তদন্তের স্বার্থে মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি জেরায় সিবিআই আমার পিটিশন অনুমোদন করুক। আমি ঘর পোড়া গরু। রাজনৈতিক মঞ্চ থেকে ছাড়ের চেষ্টার গন্ধ পাচ্ছি। এটা দুর্ভাগ্যজনক। সিবিআই অফিসারদের উপর আমার আস্থা আছে।”

অনেকে বলছেন, কুনাল ঘোষ এই রকম মন্তব্য করে বিজেপি এবং মুকুল রায়কে 2021 এর আগে চাপে ফেলে দিতে চাইছেন। কেননা সম্প্রতি মুকুল রায়কে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি জায়গা করে দিয়েছে। আর তারপরেই মুকুলবাবু যে বাংলার তৃণমূল সরকারের অস্বস্তি বাড়িয়ে দিতে নানা পদক্ষেপ গ্রহণ করবেন, তা বলাই যায়। তাই এই পরিস্থিতিতে সেই সারদাকাণ্ডের কথা তুলে ধরে মুকুল রায়কে তার মুখোমুখি জেরায় বসানো হোক বলে ভারতীয় জনতা পার্টিকে চাপে ফেলার চেষ্টা করলেন কুণাল ঘোষ বলেই মত রাজনৈতিক মহলের।

তবে অনেকেই কুণাল ঘোষের সততা নিয়ে এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন। একাংশ বলছেন, এই কুণাল ঘোষ সারদাকাণ্ডে যখন জেলে ছিলেন, তখন বারবার তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি জেরা করার কথা জানিয়েছিলেন। তখন তার মুখে ছিল না মুকুল রায়ের নাম। কিন্তু এখন তিনি তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আর তারপরেই বিজেপি নেতা মুকুল রায়কে মুখোমুখি জেরা করার কথা শোনা যাচ্ছে তার গলায়। তাহলে তিনি কিছু বছর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে এত বেশি সোচ্চার হতেন, এখন তার নাম কেন তিনি তুলছেন না! তাহলে কি এর পেছনে রয়েছে দলীয় আনুগত্য?

বিশেষজ্ঞরা বলছেন, যদি কুনাল ঘোষ সততার পক্ষে থাকতেন, তাহলে কিছুদিন আগে করা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যেমন নিতেন, ঠিক তেমনই মুকুল রায়ের নাম নিলে এক্ষেত্রে প্রশ্ন উঠত না। কিন্তু তিনি শুধুমাত্র এখন বিজেপি এবং মুকুল রায়কে চাপে ফেলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকে চেপে গিয়ে মুকুল রায়কে মুখোমুখি জেরা করার কথা বলছেন বলে দাবি বিরোধীদের। সব মিলিয়ে এবার গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সিবিআইয়ের কাছে আবেদন করার পর কেন্দ্রীয় তদন্ত সংস্থা কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!