এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের তিন সাংসদের সঙ্গে জরুরি বৈঠকে পিকে, আলোচনা শুভেন্দুকে নিয়েই, হঠাৎ কি হল? জল্পনা তুঙ্গে!

তৃণমূলের তিন সাংসদের সঙ্গে জরুরি বৈঠকে পিকে, আলোচনা শুভেন্দুকে নিয়েই, হঠাৎ কি হল? জল্পনা তুঙ্গে!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর মান ভাঙানোর জন্য কিছুদিন আগেই তার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। কিন্তু সেখানে গিয়েও লাভের লাভ কিছু হয়নি। শুভেন্দু অধিকারীর দেখা তিনি পাননি। উল্টে তার বাবার শিশির অধিকারীর সঙ্গে কথা সেরে আসতে হয়েছে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতাকে। আর এরপরই নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর মান ভাঙানোর জন্য তৃণমূলের পক্ষ থেকে সৌগত রায়ের মত প্রবীণ সাংসদ উদ্যত হয়েছেন।

ইতিমধ্যেই দুইদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌগত রায়ের আলোচনা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে‌। আর এই পরিস্থিতিতে এবার সেই শুভেন্দু অধিকারীর মান ভাঙানোর জন্য এবং বর্তমান পরিস্থিতি উপলব্ধি করবার জন্য তৃণমূলের তিন সাংসদের সঙ্গে বৈঠকে বসলেন প্রশান্ত কিশোর। এখন তা নিয়েই রাজ্য রাজনীতিতে জড়িয়ে পড়েছে জল্পনা।

জানা গেছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে সোমবার বিশদে আলোচনা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তবে সেই আলোচনা থেকে কি উঠে এসেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়টি সম্পর্কে অবহিত হতেই প্রশান্ত কিশোর তৃণমূলের তিন সাংসদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন বলে মনে করছেন একাংশ।

কেননা বিধানসভা নির্বাচনের আগে যদি শুভেন্দু অধিকারীর মান ভাঙানো সম্ভব না হয় এবং তিনি যদি দলত্যাগ করার মত সিদ্ধান্ত নেন, তাহলে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে সমস্যার মুখে পড়বে। তাই এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর দলত্যাগ আটকাতে এখন সব রকম পদ্ধতি অবলম্বন করছে শাসক দল বলে মত বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে কি আলোচনা হল! এদিন এই প্রসঙ্গে সৌগত রায় বলেন, “শুভেন্দু একদিনও তৃণমূলের সমালোচনা করেননি‌। তৃণমূলেই আছেন। অন্য কোনো কথা বলেননি। দুটো বৈঠক করে ফেলেছি। তৃতীয় বৈঠক শীর্ষ নেতৃত্ব করবে।” স্বভাবতই রাজ্যের পরিবহনমন্ত্রীকে নিয়ে যখন তৃণমূলের অন্দরে আশঙ্কার কারণ তৈরি হয়েছে, ঠিক তখনই তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতার তিন সাংসদের সঙ্গে জরুরি বৈঠকে বসে পড়লেন। তবে এই বৈঠক শুভেন্দু অধিকারীকে নিয়ে, নাকি অন্য কোনো বিষয় নিয়ে, এখন সেই রহস্য উন্মোচনেই ব্যস্ত রাজনৈতিক মহল।

তবে সরকারিভাবে প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের তিন সাংসদের বৈঠক সম্পর্কে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে একটা ব্যাপার নিশ্চিত যে, তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব সকলেই চাইছেন, দলে সক্রিয় হন শুভেন্দু অধিকারী। সবমিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!