এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের “খেলা হবে” স্লোগানের ব্যাখ্যা দিলেন মমতা, জেনে নিন

তৃণমূলের “খেলা হবে” স্লোগানের ব্যাখ্যা দিলেন মমতা, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের দামামা বাজার অনেক আগে থেকেই “খেলা হবে” স্লোগান নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের পক্ষ থেকে এই শ্লোগান দেওয়ার পরই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিরোধী নেতাদের দাবি, কিসের খেলা হবে? নির্বাচনটা তো কোনো খেলার অঙ্গ নয়। তাহলে কেন তৃণমূল কংগ্রেস এই কথা বলছে!

এমনকি প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে বাংলা নিয়ে দিদিমণি খেলাধুলা করছেন বলেও তৃণমূলের এই শ্লোগানকে কটাক্ষ করতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে এবার সেই “খেলা হবে” স্লোগানের ব্যাখ্যা করলেন স্বয়ং তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে নির্বাচনী জনসভা থেকে কেন তৃণমূল কংগ্রেস “খেলা হবে” স্লোগান দিচ্ছে, তার বিস্তারিত বিবরণ দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মমতা ব্রিজ করে দেয়, রাস্তা করে দেয়, রূপশ্রী দেয়, কন্যাশ্রী দেয়, পড়ুয়াদের সাইকেল দেয়। তাই বলে খেলা হবে।” অর্থাৎ তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন, এটা উন্নয়নের ভোট। তাই মানুষ উন্নয়নে নিরিখে ভোট দিয়ে তৃণমূলকে জেতাবেন। তাই বলে খেলা হবে।” এক্ষেত্রে বিরোধীদের পক্ষ থেকে এই স্লোগানের ভেতরে প্রচ্ছন্ন হুমকি রয়েছে বলে যতই অভিযোগ করা হোক না কেন, এর প্রকৃত অর্থ ব্যাখ্যা করে তৃণমূল নেত্রী বিরোধীদের দাবিকে ভিত্তিহীন বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমানে তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় মাঝারি স্তরের সমস্ত নেতারাই এই শ্লোগানকে সামনে রেখে তাদের প্রচার করতে শুরু করেছেন। বিভিন্ন জায়গায় পথসভা থেকে শুরু করে বড় জনসভায় “খেলা হবে” স্লোগান দিতে দেখা যাচ্ছে তৃণমূলের সমস্ত স্তরের নেতাকর্মীদের। আর এই পরিস্থিতিতে এই স্লোগান নিয়ে পাল্টা প্রশ্ন তুলে দিচ্ছে বিরোধীরা। তাই উন্নয়নের কাজ করা হয়েছে, তাই খেলা হবে বলে এবার জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পর্যবেক্ষকদের মতে, এতদিন নির্বাচনী প্রচারে বন্দেমাতরম থেকে শুরু করে ইনক্লাব জিন্দাবাদ, জয় শ্রীরাম ইত্যাদি স্লোগান দিতে দেখা যেত। কিন্তু এবার কিছুটা অন্যরকম পদ্ধতি অবলম্বন করতে দেখা যাচ্ছে প্রতিটি রাজনৈতিক দলকে। এবারের লড়াইটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বামফ্রন্ট ও কংগ্রেসের নয়। মূল লড়াই হতে চলেছে ভারতীয় জনতা পার্টির। সেদিক থেকে অন্যান্য নির্বাচনের সময় তৃণমূল নিজেদের সর্বেসর্বা ভাবলেও এবার তাদের উপর ক্রমশ চাপ আসতে শুরু করেছে।

আর এই পরিস্থিতিতে যখন বিরোধী দলের অর্থাৎ বিজেপির নেতারা তৃণমুলকেই “খেলা হবে” স্লোগান নিয়ে কটাক্ষ করছেন, তখন পাল্টা তার ব্যাখ্যা করে যুক্তি তুলে ধরার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নির্বাচনের মরসুমে উন্নয়নের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় “খেলা হবে” স্লোগানের আক্ষরিক ব্যাখ্যা করলেও তা কতটা কাজে দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!