এখন পড়ছেন
হোম > জাতীয় > কারা কারা থাকছেন তৃণমূলের ব্রিগেড জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী ,জেনে নিন

কারা কারা থাকছেন তৃণমূলের ব্রিগেড জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী ,জেনে নিন

আগামী 19 শে জানুয়ারি কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে রাখতেই কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক জনসভার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সমাবেশে দেশের সমস্ত বিরোধী দলের নেতা-নেত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। ৪১ বছর আগের ব্রিগেড সমাবেশের রেকর্ড ভেঙে দিতে এবার চাঁদের হাট বসাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি তোলা হচ্ছিলো তৃণমূলের তরফ থেকে।

আর সেই নিয়েই রাজনৈতিকমহলে জল্পনা ছড়িয়েছিলো. বিরোধীদের দাবি ছিল আসছেন না তেমন কেউ, আর তৃণমূল জোরালো দাবি তুলছিলো আসছেই অনেকে। আর এই নিয়েই বাড়ছিল রহস্য।

গতকাল অর্থাৎ মঙ্গলবার নবান্নে ব্রিগেড-বৈঠকের পর মুখ্যমন্ত্রী এই নিয়ে সমস্ত জল্পনার আবাসন ঘটিয়ে জানান যে, ব্রিগেডে ‘বিরাট’ সমাবেশে এবার মোদী বিরোধী সমস্ত দল উপস্থিত হবে। কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক সমস্ত দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এবারের ব্রিগেড হবে ঐতিহাসিক।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয় এদিন তিনি দাবি করেন যে, জ্যোতি বসুর ব্রিগেডেও অনেকে এসেছিলেন। কিন্তু তা ছাপিয়ে এবার ব্রিগেড ভেঙে দেবে পুরনো সব রেকর্ড। অন্তত ৫০ লক্ষের উপস্থিতি হবে ব্রিগেড সমাবেশে। সেই সঙ্গে মোদী বিরোধিতার এই মঞ্চে উপস্থিত থাকবেন দেশের শীর্ষসারির অন্তত ২০ জন নেতা।

যারা হলেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, এনসিপির শারদ পাওয়ার, জেডিএসের এইচডি দেবেগৌড়া, কুমারস্বামী, আপের অরবিন্দ কেজরিওয়াল, সপার অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব, টিডিপির চন্দ্রবাবু নাইডু। এছাড়াও থাকবেন, ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, অজিত সিং, জয়ন্ত চৌধুরী, বদরুদ্দিন আজমল, স্ট্যালিন, বাবুলাল মারান্ডি, জিগনেশ মেওয়ানি, হার্দিক প্যাটেল। বিদ্রোহী বিজেপি নেতাদের মধ্যে অরুণ শৌরি, যশবন্ত সিনহা, শত্রুগ্ন সিনহা প্রমুখ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বামেদেরও বলেছিলান। কিন্তু ওরা উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি প্রদান করেনি। রাজনৈতিক বাধ্য-বাধকতা থাকতে পারে অনেকেরই। তাই আমি কিছু মনে করছি না। এদিন তিনি দাবিতে জানানযে, এত বড় সমাবেশ হয়নি বাংলায়। আর এবারের ব্রিগেড আগের সব রেকর্ড ভেঙে দেবে। তবে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী যে ব্রিগেডে উপস্থিত থাকছেন না সেকথাও সাস্ট করে দিলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!