এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির ঘুম কেড়ে নিতে এখন থেকেই তৈরি হচ্ছে তৃণমূলের “স্পেশাল 50”? জানুন বিস্তারিত!

বিজেপির ঘুম কেড়ে নিতে এখন থেকেই তৈরি হচ্ছে তৃণমূলের “স্পেশাল 50”? জানুন বিস্তারিত!


হাতে মাত্র এক বছর বাকি। তারপরেই অনুষ্ঠিত হবে 2021 এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে‌ শাসক-বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের কাছেই প্রধান ইস্যু হতে চলেছে যে করোনা ভাইরাস, সেই ব্যাপারে কার্যত নিশ্চিত রাজনৈতিক মহল। তবে বর্তমানে করোনা ভাইরাসের সংকটকালীন মুহূর্তে এখন একদিকে যেমন পশ্চিমবঙ্গের শাসক দল করোনা মোকাবিলা এবং রাজ্য সরকারের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা প্রচার করছে, ঠিক তেমনই বিজেপির তরফ থেকেও রাজ্য সরকার করোনা মোকাবিলায় একেবারে ব্যর্থ বলে অভিযোগ জানানো হচ্ছে।

শুধু তাই নয়, রেশনে দুর্নীতি সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। লকডাউনের ফলে সামাজিক দূরত্ব মান্যতা দেওয়ার কথা বলায় প্রতিটি দল চেষ্টা করছে, নিজেদের আইটি সেলকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দেওয়ার। এক্ষেত্রে তৃনমূল পিছিয়ে না থাকে, তার জন্য সম্প্রতি ভিডিও কনফারেন্সে প্রতিটি জেলার নেতাদের সঙ্গে কথা বলে বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্য এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রচার করতে ময়দানে নেমে পড়লেন তৃণমূলের 50 জন বিধায়ক। জানা গেছে, এই বিধায়করা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ভূমিকা পালন করবেন। কখনও ফেসবুক লাইভ আবার কখনও বা পোস্ট করে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরবেন। এছাড়াও কেন্দ্রের বিজেপি সরকারের আর্থিক বঞ্চনা সহ একাধিক বিষয়ে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার দায়িত্বে রয়েছেন তৃণমূলের এই 50 জন বিধায়ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, তৃণমূলের পক্ষ থেকে এই 50 জন বিধায়ককে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হওয়ার কথা বলার পেছনে আগামী বিধানসভা নির্বাচনের যথেষ্ট কারণ রয়েছে। কেননা এই বিধানসভা নির্বাচন তৃণমূলের কাছে কিছুটা হলেও শক্ত। একদিকে বিজেপির ভোট ব্যাংক যত দিন যাচ্ছে তত যেমন বাড়ছে, ঠিক তেমনই তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নানা ইস্যু তুলে ধরে অস্ত্র শানাতে শুরু করেছে। সেদিক থেকে এখন থেকেই যদি সোশ্যাল মিডিয়ায় ঠিকমতো প্রচার না করা যায়, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে বিপাকে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন তৃণমূলের ঘনিষ্ঠ মহল।

আর তাই দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশমত এবার সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়ে লকডাউনের মুহূর্তে ময়দানে নামতে উদ্যোগী তৃণমূলের 50 জন বিধায়ক। ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে নিজের সুর চড়িয়েছেন যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়‌। এদিন তিনি বলেন, “এই সংকটের সময় স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব পালনে ব্যর্থ। কয়েক সপ্তাহের নীরবতার পর মানুষকে বিভ্রান্ত করতে তিনি রাজ্যকে চিঠি লিখলেন। হয় তিনি এই চিঠির সত্যতা প্রমান করুন, নতুবা ক্ষমা প্রার্থনা করুন।”

অর্থাৎ করোনা মোকাবিলায় বাংলার বিরোধী দল বিজেপি এবং কেন্দ্রের শাসকদলের পক্ষ থেকে যেভাবে রাজ্য সরকারকে কটাক্ষ করা হচ্ছে, তাতে যে কোনোভাবেই নুইয়ে পড়া চলবে না, তা দলের নেতৃত্বদের জানিয়ে দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর তাই এখন থেকেই বিরোধীদের বক্তব্যের মোকাবিলা করতে তৃণমূলের এই ময়দানে নামার পরিকল্পনা বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এখন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের 50 জন সৈনিক সক্রিয় হয়ে কতটা সুফল আনতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!