প্রকাশিত হল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা, একনজরে দেখে নিন কে কোন আসনে কলকাতা বিশেষ খবর রাজ্য March 12, 2019 আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে অবশেষে প্রকাশিত হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। একজনরে দেখে নিন কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ১. কুচবিহার – পরেশচন্দ্র অধিকারী ২. আলিপুরদুয়ার – দশরথ তিরকে ৩. জলপাইগুড়ি – বিজয়চন্দ্র বর্মন ৪. দার্জিলিং – আমার সিংহ রাই ৫. রায়গঞ্জ – কানাইলাল আগরওয়াল ৬. বালুরঘাট – অর্পিতা ঘোষ ৭. মালদা উত্তর – মৌসম নূর ৮. মালদা দক্ষিণ – মোয়াজ্জেম হোসেন ৯. জঙ্গিপুর – খলিলুর রহমান ১০. বহরমপুর – অপূর্ব সরকার ১১. মুর্শিদাবাদ – আবু তাহের ১২. কৃষ্ণনগর – মহুয়া মৈত্র ১৩. রানাঘাট – রূপালী বিশ্বাস ১৪. বনগাঁ – মমতাবালা ঠাকুর ১৫. ব্যারাকপুর – দীনেশ ত্রিবেদী ১৬. দমদম – সৌগত রায় ১৭. বারাসত – কাকলি ঘোষ দস্তিদার ১৮. বসিরহাট – নুসরত জাহান ১৯. জয়নগর – প্রতিমা মন্ডল ২০. মথুরাপুর – চৌধুরী মোহন জাটুয়া ২১. ডায়মন্ড হারবার – অভিষেক বন্দ্যোপাধ্যায় ২২. যাদবপুর – মিমি চক্রবর্তী ২৩. কলকাতা দক্ষিণ – মালা রায় ২৪. কলকাতা উত্তর – সুদীপ বন্দ্যোপাধ্যায় ২৫. হাওড়া – প্রসূন বন্দ্যোপাধ্যায় ২৬. উলুবেড়িয়া – সাজদা আহমেদ ২৭. শ্রীরামপুর – কল্যাণ বন্দ্যোপাধ্যায় ২৮. হুগলি – রত্না দে নাগ ২৯. আরামবাগ – অপরূপা পোদ্দার ৩০. তমলুক – দিব্যেন্দু অধিকারী ৩১. কাঁথি – শিশির অধিকারী ৩২. ঘাটাল – দীপক অধিকারী ৩৩. ঝাড়গ্রাম – বিরবাহা সোরেন ৩৪. মেদিনীপুর – মানস ভূঁইয়া ৩৫. পুরুলিয়া – মৃগাঙ্ক মাহাতো ৩৬. বাঁকুড়া – সুব্রত মুখোপাধ্যায় ৩৭. বিষ্ণুপুর – শ্যামল সাঁতরা ৩৮. বর্ধমান পূর্ব – সুনীল মন্ডল ৩৯. বর্ধমান দুর্গাপুর – মমতাজ সংঘমিত্রা ৪০. আসানসোল – মুনমুন সেন ৪১. বোলপুর – অসিত মাল ৪২. বীরভূম – শতাব্দী রায় আপনার মতামত জানান -