এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল নেত্রীর ঘোষণার পর দক্ষিণ ২৪ পরগণার কোন কেন্দ্রে কে হতে পারেন প্রার্থী দেখে নিন একনজরে

তৃণমূল নেত্রীর ঘোষণার পর দক্ষিণ ২৪ পরগণার কোন কেন্দ্রে কে হতে পারেন প্রার্থী দেখে নিন একনজরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ এই করোনা আবহে এই বছর কিভাবে হবে তাই নিয়ে কাল এক দলীয় বৈঠক ছিল তৃণমূল কংগ্রেসের। কিন্তু, একুশে জুলাইয়ের থেকেও বড় কথা হয়ে দাঁড়িয়েছে এখন একুশের নির্বাচন। ফলে, এখন থেকেই কার্যত নির্বাচনের দামামা বেজে গেল শাসকদলের অন্দরে। কেননা কালকের বৈঠকের পরিপ্রেক্ষিতে সামনে এল এক বড়সড় খবর।

গতকালের বৈঠক সম্পূর্ণরূপে দলীয় বৈঠক হওয়ায়, সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার বা প্রত্যক্ষ করার অনুমতি ছিল না। কিন্তু ওই বৈঠকে যোগদান করা বিভিন্ন বিধায়কের অনুগামীদের সূত্রে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বৈঠকের মাঝেই জানতে চান, বিধানসভা ভোটে আপনারা কে কে ফের টিকিট পেতে চান হাত তুলুন দেখি? কয়েক জন ইতস্তত করলেও, দলনেত্রীর সেই প্রশ্নে প্রায় সবাই হাত তোলেন।

আর এরপরেই তৃণমূল নেত্রী নাকি জানান, এই দেখুন আমিও হাত তুলছি। যে যেখানে বিধায়ক রয়েছেন, সেখানেই প্রার্থী হবেন। একই সঙ্গে তিনি জানান, অন্য কোনও সংরক্ষণ না থাকলে, প্রত্যেকে নিজের নিজের কেন্দ্র থেকেই দাঁড়াতে পারবেন। যদিও এই নিয়ে সরকারিভাবে কোনো ঘোষণা তৃণমূল কংগ্রেসের তরফে করা হয় নি। আর তাই, এরপরেই তুমুল জল্পনা ছড়িয়ে পরে রাজ্য রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদি, এই জল্পনা সত্যি হয় তাহলে আসুন একনজরে দেখে নেওয়া যাক দক্ষিণ ২৪ পরগণার ৩১ আসনের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা –

১. গোসাবা – জয়ন্ত নস্কর
২. বাসন্তী – গোবিন্দচন্দ্র নস্কর
৩. কুলতলি – এই কেন্দ্রে গতবার সিপিএম প্রার্থী রামশঙ্কর হালদার জয়ী হন, তৃণমূল কংগ্রেসের টিকিটে গোপাল মাঝি পরাজিত হন
৪. পাথরপ্রতিমা – সমীরকুমার জানা
৫. কাকদ্বীপ – মন্টুরাম পাখিরা
৬. সাগর – বঙ্কিমচন্দ্র হাজরা

৭. কুলপি – যোগরঞ্জন হালদার
৮. রায়দিঘি – এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে দেবশ্রী রায় জয়ী হলেও, তাঁর ব্যাপারে শেষ সিদ্ধান্ত নিতে জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তীকে দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী
৯. মন্দিরবাজার – জয়দেব হালদার
১০. জয়নগর – বিশ্বনাথ দাস
১১. বারুইপুর-পূর্ব – নির্মলচন্দ্র মন্ডল
১২. ক্যানিং-পশ্চিম – শ্যামল মন্ডল

১৩. ক্যানিং-পূর্ব – শওকত মোল্লা
১৪. বারুইপুর-পশ্চিম – বিমান ব্যানার্জি
১৫. মগরাহাট-পূর্ব – নমিতা সাহা
১৬. মাগরাহাট-পশ্চিম – গিয়াসুদ্দিন মোল্লা
১৭. ডায়মন্ড-হারবার – দীপক হালদার
১৮. ফলতা – এই কেন্দ্র থেকে তমনোষ ঘোষ তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হলেও, তাঁর মৃত্যুতে এই আসনটি বর্তমানে শূন্য আছে

১৯. সাতগাছিয়া – সোনালী গুহ বসু
২০. বিষ্ণুপুর – দিলীপ মন্ডল
২১. সোনারপুর-দক্ষিণ – জীবন মুখোপাধ্যায়
২২. ভাঙড় – আব্দুর রেজ্জাক মোল্লা
২৩. কসবা – জাভেদ আহমেদ খান
২৪. যাদবপুর – এই কেন্দ্রে গতবার সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী জয়ী হন, তৃণমূল কংগ্রেসের টিকিটে মনীশ গুপ্ত পরাজিত হন

২৫. সোনারপুর-উত্তর – ফেরদৌসী বেগম
২৬. টালিগঞ্জ – অরূপ বিশ্বাস
২৭. বেহালা-পূর্ব – এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে শোভন চট্টোপাধ্যায় জয়ী হলেও বিজেপিতে যোগ দিয়েছেন
২৮. বেহালা-পশ্চিম – পার্থ চট্টোপাধ্যায়
২৯. মহেশতলা – দুলালচন্দ্র দাস
৩০. বজবজ – অশোককুমার দেব
৩১. মেটিয়াবুরুজ – আব্দুল খালেক মোল্লা

আরও পড়ুন – ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা (যে জেলার প্রার্থী তালিকা দেখতে চান সেই জেলার উপর ক্লিক করুন) –
১. কুচবিহার – ৯ আসন
২. আলিপুরদুয়ার – ৫ আসন
৩. জলপাইগুড়ি – ৭ আসন
৪. কালিম্পঙ – ১ আসন
৫. দার্জিলিঙ – ৫ আসন
৬. উত্তর দিনাজপুর – ৯ আসন
৭. দক্ষিণ দিনাজপুর – ৬ আসন
৮. মালদহ – ১২ আসন
৯. মুর্শিদাবাদ – ২২ আসন
১০. নদীয়া – ১৭ আসন
১১. উত্তর ২৪ পরগণা – ৩৩ আসন
১২. দক্ষিণ ২৪ পরগণা – ৩১ আসন
১৩. কলকাতা – ১১ আসন
১৪. হাওড়া – ১৬ আসন
১৫. হুগলী – ১৮ আসন
১৬. পূর্ব মেদিনীপুর – ১৬ আসন
১৭. পশ্চিম মেদিনীপুর – ১৫ আসন

আপনার মতামত জানান -

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!