এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ঘাসফুলের ঝড় স্পষ্ট করতে হাজার হাজার পতাকায় বুথগুলি মুড়ে দেওয়ার কাজ শুরু করল তৃণমূল শিবির

ঘাসফুলের ঝড় স্পষ্ট করতে হাজার হাজার পতাকায় বুথগুলি মুড়ে দেওয়ার কাজ শুরু করল তৃণমূল শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে বিজেপি দেখিয়ে দিয়েছে, উত্তরবঙ্গ তাদের দখলে রয়েছে। লোকসভার পর বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গের জনমত নিজেদের দখলে আনতে নিজেদের মত করে মিটিং মিছিল শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে বিজেপিকে এক চুল জায়গা ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। যার ফলস্বরুপ এবার শিলিগুড়িতে ঘাসফুলের পতাকায় মুড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস। মূলত বিভিন্ন জায়গায় পতাকা লাগিয়ে নির্বাচনের আগে নিজেদের শক্তি প্রদর্শন করার চেষ্টা করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, রবিবার শিলিগুড়ি মহকুমা তিনটি বিধানসভা কেন্দ্রের প্রায় 800 বুথে 80 হাজার দলীয় পতাকা লাগিয়ে দেয় তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রেও এই কর্মসূচি পালন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। অনেকে বলছেন, কিছুদিন আগেই উত্তরবঙ্গে এসে শিলিগুড়ির নেতাদের সংগঠনকে চাঙ্গা করতে বার্তা দিয়েছিলেন যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর তার নির্দেশ মতই এবার নিজেদের দলীয় সংগঠনকে চাঙ্গা করতে বুথে বুথে এই পতাকা লাগানোর কর্মসূচি গ্রহণ করল তৃণমূল নেতৃত্ব বলে দাবি একাংশের। কিছুদিন আগেই তৃণমূলের পক্ষ থেকে জেলা কমিটি তৈরি হয়েছে। যেখানে সকল স্তরের মানুষের জায়গা দেওয়া হয়েছে। আর এবার সংগঠনকে চাঙ্গা করতে এবং বিজেপিকে কুপোকাত করতে বুথে বুথে তৃণমূলের পতাকা লাগানোর কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে আবার বলতে শুরু করেছেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন চরম আকার ধারণ করেছে। তাই নির্বাচনের আগে সকলকে ঐক্যবদ্ধ করতে এই ধরনের কর্মসূচি পালন করার উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এই প্রসঙ্গে তৃণমূলের দার্জিলিং জেলার মুখপাত্র বলেন, “দলের রাজ্য কমিটির নির্দেশে জনসংযোগ আরও নিবিড় করতে এই কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচি মহকুমায় ব্যাপক সাড়া পড়েছে। তবে দলের কোথাও কোনো বিরোধ নেই।”

এদিকে এই ব্যাপারে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “এই ঘাসফুল আমাদের আবেগ। বাংলার মানুষের উন্নয়নের প্রতীক। তাই দলের বার্তা সর্বস্তরের বাসিন্দাদের কাছে পৌঁছে দিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।” পর্যবেক্ষকরা বলছেন, তৃণমূলের পক্ষ থেকে যে কারণেই এই উদ্যোগ নেওয়া হোক না কেন, নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতেই যে তাদের এই ধরনের কৌশল, তা বলার অপেক্ষা রাখে না।

কিন্তু বিজেপির প্রভাব যখন বাড়তে শুরু করেছে, তখন বুথে বুথে পতাকা লাগিয়ে তৃণমূল কতটা নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারবে, সেটা যথেষ্ট সংশয়ের বিষয়। তবে তৃণমূলের এই রাজনৈতিক কর্মসূচি তাদের কতটা এগিয়ে রাখে, তা আগামীদিনে ভোটবাক্স খোলার পরই পরিষ্কার হয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের। সবমিলিয়ে বাংলায় যে বিধানসভা ভোটের লক্ষ্যে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে তা একবাক্যে মেনে নিচ্ছেন সকলেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!