এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের লক্ষ্যে তৃণমূলের রদবদল: একনজরে দেখে নিন মমতা ব্যানার্জির সেরা ২১ অস্ত্রের তালিকা

একুশের লক্ষ্যে তৃণমূলের রদবদল: একনজরে দেখে নিন মমতা ব্যানার্জির সেরা ২১ অস্ত্রের তালিকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ২০২১-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে আজ এক দলীয় বৈঠকে বসেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনা চলছিলই, আর সেই জল্পনাকে মান্যতা দিয়ে – দলের একাধিক সাংগঠনিক পরিবর্তন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রবর্তনের ফলে যে ২১ সদস্যের রাজ্য কো-অর্ডিনেশন কমিটি দাঁড়ালো –

১. সুব্রত বক্সী (সভাপতি)
২. পার্থ চ্যাটার্জি (সাধারণ সম্পাদক)
৩. সুব্রত মুখার্জি
৪. কল্যাণ ব্যানার্জি
৫. শুভেন্দু অধিকারী (সাধারণ সম্পাদক)
৬. অভিষেক ব্যানার্জি (সভাপতি, যুব তৃণমূল)
৭. সাধন পাণ্ডে

৮. ফিরহাদ হাকিম
৯. অরূপ বিশ্বাস
১০. গৌতম দেব
১১. কাকলি ঘোষ দস্তিদার
১২. শান্তা ছেত্রী
১৩. অর্পিতা ঘোষ
১৪. নাদিমুল হক (সংখ্যালঘু সেল চেয়ারপার্সন)

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১৫. হিতেন বর্মন
১৬. মমতা ঠাকুর
১৭. মৃগাঙ্ক মাহাতো
১৮. বিবেক গুপ্ত
১৯. দেবু টুডু
২০. সুদীপ ব্যানার্জি (লোকসভার দলনেতা)
২১. ডেরেক ও’ব্রায়েন (রাজ্যসভার দলনেতা)

এছাড়াও ৭ সদস্যের স্টিয়ারিং কমিটি ঘোষণা হয়েছে। সেখানে আছেন –
১. সুব্রত বক্সী (আহ্বায়ক)
২. পার্থ চ্যাটার্জি
৩. কল্যাণ ব্যানার্জি
৪. শুভেন্দু অধিকারী
৫. অভিষেক ব্যানার্জি
৬. ফিরহাদ হাকিম
৭. শান্তা ছেত্রী

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!