এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পোস্টার থেকে সোশ্যাল মিডিয়া – করোনা আবহেই বাজিমাত করতে প্রচারে ঝড় তুলতে চলেছে শাসকদল!

পোস্টার থেকে সোশ্যাল মিডিয়া – করোনা আবহেই বাজিমাত করতে প্রচারে ঝড় তুলতে চলেছে শাসকদল!


বর্তমান সময়ে সকলের কাছে সবথেকে বড় ইস্যু হচ্ছে করোনা ভাইরাস। দোকানে দোকানে, পথে-ঘাটে, বাড়িতে, এমনকি রাজনীতির ময়দানেও এখন আলোচনার প্রধান বস্তু হয়ে দাঁড়িয়েছে এই করোনা ভাইরাস। শাসক দলের পক্ষ থেকে যেমন সাধারণ মানুষকে সহযোগিতা করা থেকে শুরু করে করোনা মোকাবিলায় তৃণমূল সব পদক্ষেপ গ্রহণ করছে বলে প্রচার করা হচ্ছে, ঠিক তেমনই পাল্টা বিরোধীদের পক্ষ থেকে শাসকদল করোনা মোকাবিলায় একদম ব্যর্থ বলে দাবি করা হচ্ছে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে বাংলায় অন্যান্য ইস্যুর মধ্যে অন্যতম ইস্যু থাকবে করোনা ভাইরাস। ইতিমধ্যেই রেশন ব্যবস্থার ত্রুটি সহ একাধিক ত্রুটি তুলে ধরে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টি। আর এবার বিজেপি সেই আক্রমণের জবাব দিতে সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়ে লাগাতার প্রচার করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

জানা গেছে, কোচবিহার জেলা জুড়ে মানুষের মধ্যে একগুচ্ছ প্রচার শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। যেখানে সাধারনের পাশে দাঁড়ানো থেকে শুরু করে রেশন ব্যবস্থার উপর নজরদারি, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে পোস্টার লাগানো, মাইকিং করা সহ একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যের শাসক দল। শুধু তাই নয়, জেলার বিভিন্ন বিধানসভায় তৃণমূলের যে সমস্ত বিধায়করা রয়েছেন, তারা সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রচার করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মূলত ফেসবুক লাইভের মাধ্যমে দলের বিধায়করা রেশন নিয়ে বিরোধীরা যে অপপ্রচার চালাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদ্যোগে যে সকলে রেশন পাচ্ছেন, সেকথা তুলে ধরেছেন। এছাড়াও পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের আমলে কি কি উন্নয়ন হয়েছে, তাও এই ফেসবুক লাইভের মধ্যে তুলে ধরছেন তৃণমূলের বিধায়করা। বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূলের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়ে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের আগে জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কেননা বিরোধীরা যখন সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করছে, তখন রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মানুষের কাছে ফেসবুক লাইভের মাধ্যমে পৌঁছে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সৈনিকরা। যেখানে বিরোধীদের বক্তব্যকে অপপ্রচার বলে দাবি করে সরকারের উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য হচ্ছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। কিন্তু এতে কি আদৌ বিরোধীদের কুপোকাত করা যাবে?

এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, “এসব নিয়ে বিজেপি যাতে কোনো অপপ্রচার চালাতে না পারে, তা আমরা দেখব। কেউ রেশন নিয়ে সমস্যায় পড়লে আমরা তা চিহ্নিত করে প্রশাসনের সহযোগিতায় সমস্যার সমাধান করব। রেশনের মাধ্যমে মানুষ কিভাবে উপকার পাচ্ছেন, তাও তুলে ধরা হবে। এলাকাভিত্তিক প্রচারের জন্য নেতারা মাইকিং করবেন। সমস্ত বিষয় সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবে তুলে ধরা হবে।”

সব মিলিয়ে করোনা মোকাবিলায় রাজ্য সরকারের উদ্যোগের প্রশংসা সহ বিরোধীদের অপপ্রচারের জবাব দিতে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে ময়দানে নামতে শুরু করলেন কোচবিহারে তৃণমূল নেতারা। বিধানসভা নির্বাচনের এখনও প্রায় এক বছর বাকি। যদিও করোনা সন্ত্রস্ত পরিস্থিতিতে, আপাতত রাজনৈতিক কর্মকান্ড সকলেই তুলে রেখেছেন। কিন্তু শাসকদল যে আর সময় নষ্ট করতে রাজি নয় – তা এই করোনা আবহেই ব্যাপক প্রচার অভিযানের মাধ্যমে স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন তৃণমূল কংগ্রেসের এই প্রচার কতটা সাফল্য পায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!