এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মন্ত্রী সুজিত বসুর করোনা মুক্তির আশায় বিশাল হোমযজ্ঞের আয়োজন করলেন প্রভাশালী তৃণমূল নেতা!

মন্ত্রী সুজিত বসুর করোনা মুক্তির আশায় বিশাল হোমযজ্ঞের আয়োজন করলেন প্রভাশালী তৃণমূল নেতা!


করোনার করাল থাবা রেয়াত করছে না কাউকেই এমনকি বড় বড় নেতা,মন্ত্রী,আমলাদেরও। এবার প্রথমবারের জন্য বাংলার মন্ত্রী মহলে থাবা বসালো করোনা। সূত্রের খবর বৃহস্পতিবার প্রকাশ্যে আসে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে শাসকদলের মধ্যে,চিন্তিত প্রশাসন‌ও।

জানা গেছে সুজিতবাবুর দ্রুত আরোগ্য কামনায় শনিবার সকালে বিধান নগর পুরোনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর নয়াপট্টি আদিত্য স্মৃতি সংঘের সদস্যদের নিয়ে একটি মহাযজ্ঞ করেন। সূত্রের খবর সম্প্রতি দমকল মন্ত্রীর পরিচারিকা অসুস্থ হয়ে পড়েন কার্যত তার লালা রস পরীক্ষা করার পর জানা যায় সেই পরিচারিকা করোনা পজিটিভ। এর পরেই সুজিত বাবু এবং তার স্ত্রী ও তার দুই ছেলে এবং মেয়ের লালা রস সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত বৃহস্পতিবার এই পরীক্ষার রিপোর্ট আসার পর জানা যায় সুজিত বাবু এবং তার স্ত্রী দুজনেই করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও সূত্রের খবর তাদের দুজনের শরীরেই করোনা সংক্রান্ত কোন রকম উপসর্গ দেখা যায়নি। কার্যত সস্ত্রীক দমকল মন্ত্রী আপাতত হোম কোয়ারান্টিনে রয়েছেন বলে জানা গেছে। এদিকে জয়দেব নস্করকে যজ্ঞের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি এদিন জানিয়েছেন, ‘আমাদের সকলের প্রিয় দাদা তথা রাজ্যের মাননীয় দমকল মন্ত্রী ও বনদপ্তরের প্রতিমন্ত্রী, আমাদের সকলের নয়নের মনি প্রিয় সুজিত বসু বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত।’

তিনি আরও জানান, ‘মানুষের সেবায় যিনি দিনরাত এক করে পরিশ্রম করেন, এমন মানুষের সুস্থতা কামনায় এই হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। ঈশ্বর যাতে ওনাকে দ্রুত সুস্থ করে তোলেন সেই কামনা করছি আমরা।’ অন্যদিকে সূত্রের খবর দমকল মন্ত্রীর সংস্পর্শে আসা অন্যান্য ব্যক্তিদের‌ও লালা রস পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!