এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > কেউ যেন এই বিপদের সময় দায়িত্ব থেকে সরে না যান! হাতজোড় করে বড়সড় অনুরোধ তৃণমূল সাংসদের

কেউ যেন এই বিপদের সময় দায়িত্ব থেকে সরে না যান! হাতজোড় করে বড়সড় অনুরোধ তৃণমূল সাংসদের


কমবেশি প্রায় প্রতিটি জনপ্রতিনিধিই চেষ্টা করছেন, এই দুর্দিনের সময় সাধারণ মানুষের পাশে থাকার। জনসাধারণও দেখে নিতে চাইছেন যে, করোনার মত ভয়াবহ মহামারী সময় কোন দলের নেতা-নেত্রীরা তাদের পাশে বেশি থাকেন! তবে এক্ষেত্রে সাধারণ নেতানেত্রীরা নিজেদের মতো করে সাধারণ মানুষের পাশে থাকলেও, সেভাবে দেখা যায়নি ঘাটালের তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট অভিনেতা দেবকে।

তবে এবার অবশেষে ঘাটালে এসে বড়সড় ঘোষণা করলেন এই তৃণমূল সাংসদ। সূত্রের খবর, শনিবার জেলা পরিষদের কর্তা ব্যক্তিদের সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং স্থানীয় বিধায়কদের নিয়ে একটি ভিডিও কনফারেন্সে বৈঠক করতে মেদিনীপুরে আসেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী। আর এরপরই সাংবাদিক সম্মেলন থেকে সাংসদ তহবিলের অর্থ খরচ নিয়ে বড়সড় ঘোষণা করতে দেখা যায় তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে সাংসদ তহবিলের পুরো অর্থই তিনি করোনা মোকাবিলায় খরচ করবেন বলে জানিয়ে দেন ঘাটালের তৃণমূল সাংসদ। এদিন তিনি বলেন, “এই মুহূর্তে আমার তহবিলে 1 কোটি টাকা রয়েছে। এছাড়াও আমি যা অর্থ পাব, তার সবটাই স্বাস্থ্যখাতে খরচ করব। আমি চাই, সকল সাংসদরাই এই ব্যাপারে এগিয়ে আসুন।” অর্থাৎ ঘাটালের তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবকে এতদিন দেখা না গেলেও, এদিন সাংসদ তহবিলের সব অর্থই তিনি করোনা মোকাবিলায় খরচ করবেন বলে জানানোয় বিশিষ্ট অভিনেতার মহানুভবতা প্রকাশ পেল বলে মত বিশেষজ্ঞদের।

এদিন শ্রমিকদের নিয়েও মন্তব্য করেন এই তৃণমূল সাংসদ। তিনি বলেন, “মাত্র চার ঘণ্টার নোটিশে লকডাউন হলেও কোনো শ্রমিক বাড়ি ফিরতে পারবেন না, এটাই বাস্তব। কিন্তু এনিয়ে রাজনীতি চাই না। বহু পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন। ফিরে আসা শ্রমিকদের বাড়ির লোকজনকে কিভাবে করে রাখা যায়, সেনিয়ে এখন সকলকে ভাবতে হবে।” তবে ত্রাণ নিয়ে যেভাবে বিভিন্ন ঘটনা ঘটছে, তাকে দৃষ্টিকটু বলেও আখ্যা দিয়েছেন এই তৃণমূল সাংসদ।

জানা গেছে, সম্প্রতি কলকাতার বেসরকারি হাসপাতালে নার্সরা রাজ্য ছেড়ে চলে যাওয়ার কথা বলেন। আর একে কেন্দ্র করেই তোলপাড় হয়ে ওঠে পরিস্থিতি। এদিন সেই ব্যাপারে রাজনীতির গন্ধ পেয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ। তিনি বলেন, “আমি হাতজোড় করে অনুরোধ করছি, কেউ যেন এই বিপদের সময় দায়িত্ব থেকে সরে না যান।” সব মিলিয়ে করোনা মোকাবিলায় আর্থিক সাহায্য প্রদান করে সকলকে রাজনীতি না করার অনুরোধ জানালেন দীপক অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!