Big Breking: মমতার সভার আগেই বিদ্রোহী হেভিওয়েট তৃণমূল বিধায়ক! বড়সড় পদক্ষেপের জল্পনা তৃণমূল বিশেষ খবর রাজনীতি রাজ্য হাওড়া-হুগলি January 25, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাম্প্রতিককালে রাস্তার বেহাল অবস্থা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন তিনি। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন হুগলির পুড়শুড়ায় সভা করতে আসছেন, ঠিক তখনই সেই সভায় আমন্ত্রণ না পাওয়া নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিতে দেখা গেল উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালকে। যেখানে দলীয় সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভায় তিনি উপস্থিত থাকছেন না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন হেভিওয়েট এই তৃণমূল নেতা। স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরশুড়ার সভার আগে রীতিমত জল্পনা ছড়িয়ে পড়তে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। বলা বাহুল্য, হুগলি জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। প্রায়শই এক নেতার সঙ্গে অন্য নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে দেখা যায়। এতদিন সেই সমস্ত কিছু সামাল দিতে দেখা যেত উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালকে। কিন্তু সম্প্রতি তিনি দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আমন্ত্রণ পাননি বলে বিস্ফোরক অভিযোগ করলেন এই তৃণমূল বিধায়ক। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই হুগলির পুরশুড়ায় সভা করতে আসবেন। যেখানে এই সভা থেকে তিনি দলের গোষ্ঠী কোন্দল বন্ধ করবার জন্য কড়া বার্তা দিতে পারেন। কিন্তু তার আগেই দলীয় বিধায়কের এই ধরনের মন্তব্য যে তৃণমূল নেতৃত্বকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না। একাংশের প্রশ্ন, কেন এই তৃণমূল বিধায়ককে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আমন্ত্রণ জানানো হল না! উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের অভিযোগ কি সত্যি? নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে! এখন তা নিয়ে রীতিমত জল্পনা বাড়তে শুরু করেছে। অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ঘটনা যথেষ্ট অস্বস্তিকর। তিনি জেলায় সভা করতে আসছেন, অথচ এক তৃণমূল বিধায়ক সেখানে আমন্ত্রণ পাননি বলাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের চরম বিড়ম্বনার মুখে পড়তে হল, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। স্বাভাবিক ভাবেই একের পর এক বিদ্রোহ ঘোষণার পর এবার স্বয়ং দলনেত্রীর সভায় আমন্ত্রণ না পাওয়া নিয়ে যেভাবে মুখ খুললেন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল, তাতে জোরালো জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি শেষ পর্যন্ত নেত্রীর সভায় অনুপস্থিত থাকবেন তিনি? নাকি সমস্যা সমাধান করে এই বিদ্রোহী বিধায়ককে ডেকে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়! কোন দিকে গড়ায় গোটা পরিস্থিতি, সেদিকেই নজর থাকবে সকলের। সবমিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ ফাটল চওড়া হচ্ছে শাসকশিবিরে। একের পর এক শীর্ষনেতার বেসুরো হওয়া ঘুম ওড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেই অভিমত রাজনৈতিক মহলের। আপনার মতামত জানান -