এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ২০১৯-এ বিজেপিকে কড়া টক্কর দিতে গোপনে তৈরী হচ্ছে তৃণমূলের ৪০ হাজার ডিজিটাল সেনাবাহিনী

২০১৯-এ বিজেপিকে কড়া টক্কর দিতে গোপনে তৈরী হচ্ছে তৃণমূলের ৪০ হাজার ডিজিটাল সেনাবাহিনী

২০১৯-এর লোকসভা নির্বাচনেই কেন্দ্র থেকে বিজেপি সরকারকে হঠানোর ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা জুড়ে তৃণমূলের সাংগঠনিক শক্তির কাছে অন্য বিরোধীরা মিলিতভাবেও পেরে উঠছে না, কিন্তু ২০১৯-এর মহারণের জন্য এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় রাজ্যের শাসকদল। প্রবল প্রতিপক্ষ বিজেপির অন্যতম ভরসার জায়গা ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া, সেখানেও করা টক্কর দিতে লোকসভা নির্বাচনের আগেই ধীরে ধীরে ৪০ হাজারী বিশাল এক ‘সেনাবাহিনী’ গঠনের পথে তৃণমূল কংগ্রেস বলে সূত্রের খবর। এই মুহূর্তে রাজ্যজুড়ে ৪২ টি লোকসভা কেন্দ্রের জন্য ৮৪ জনের একটি কোর-টীম আছে শাসকদলের। কিন্তু আইটি সংস্থা টিসিএস ও কগনিজেন্টের হাত ধরে শীঘ্রই ২০০ জনের একটি টিমকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুরো ব্যাপারটাই একার হাতে সামলাচ্ছেন রাজ্যসভার সাংসদ ও শীর্ষনেতা ডেরেক ও’ব্রায়েন।

কলকাতায় সেই বিশেষ প্রশিক্ষণে হাজির থাকা টীম তারপর নিজে নিজের এলাকায় গিয়ে জেলা, ব্লক ও বুথ – এই তিন স্তরেই আরো সদস্যদের তুলে এনে প্রশিক্ষণ দিয়ে লোকসভা নির্বাচনের আগেই প্রায় ৪০ হাজারের একটি বিশেষ টীম তৈরী করবে। স্মার্ট, কথাবার্তায় ঝরঝরে, তুখড় বুদ্ধি, নেট ও দিন-দুনিয়া সম্পর্কে ওয়াকিবহাল – এই কটি গুন থাকলেই দলের প্রতি নিবেদিতপ্রাণ তরুণ-তরুণীদের সামনে খুলে যাবে শাসকদলের এই ‘ডিজিটাল টিমে’ কাজ করার সুযোগ। যাঁদের মূল কাজ হবে, একদিকে রাজ্য সরকারের প্রচার এবং অন্যদিকে কেন্দ্রের মোকাবিলা। অর্থাৎ সাংগঠনিক শক্তিতেই শুধু নয় যুগের সঙ্গে পা মিলিয়ে নেট দুনিয়াতেও ঝড় তুলে আগামী লোকসভার সব অঙ্ক পাল্টে দিতে তৈরী বাংলার অগ্নিকন্যা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!