এখন পড়ছেন
হোম > রাজ্য > গ্রামের দুস্থদের ত্রাণ বিলি করে তৃণমূলের হাতে মার খেলেন বিজেপি কর্মী! অভিযোগ ওড়াল শাসকদল

গ্রামের দুস্থদের ত্রাণ বিলি করে তৃণমূলের হাতে মার খেলেন বিজেপি কর্মী! অভিযোগ ওড়াল শাসকদল

দেশের করো না পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে কেন্দ্র এবং রাজ্য জুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে রুজি রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সবথেকে বিপদে পড়েছেন দিন আনা দিন খাওয়া দুঃস্থ মানুষগুলি। যদিও তাঁদের জন্য কেন্দ্র এবং রাজ্য থেকে বিভিন্নভাবে ত্রাণ এর ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে, বেশ কিছু সাধারণ মানুষও নিজ উদ্যোগে দুঃস্থদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে প্রথম থেকেই অভিযোগ উঠছে ত্রাণ নিয়ে রাজনীতি চলছে।

এদিন সেরকমই একটি ঘটনার মুখোমুখি হল সিঙ্গুর থানার বলরামবাটি পঞ্চায়েত এলাকার মানুষজন। এদিন সিঙ্গুরের বলরামবাটি গ্রাম পঞ্চায়েতে মিল্কি গ্রামে অভিযোগ ওঠে, দুঃস্থদের ত্রাণ বিলিকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের সংঘর্ষ শুরু হয়। সূত্রের খবর, বিজেপি কর্মী ওয়াজিদুর রহমান মণ্ডল লকডাউন চলাকালীন এলাকার দুঃস্থ মানুষদের জন্য ত্রাণের ব্যবস্থা করেন নিজ উদ্যোগে। কিন্তু তাদের ত্রাণ দিতে বাধা দিয়ে মারধর করে তৃণমূল কর্মী সমর্থকরা।

সূত্রের খবর, এই ঘটনায় ইতিমধ্যে থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত বিজেপি কর্মীরা। ওয়াজিদুর রহমানের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউনের পর থেকে তাঁর বাড়িতে অনেকেই ত্রাণ সংগ্রহ করতে আসেন। রবিবার দুপুরেও বেশ কয়েকজন ত্রাণ নিতে এসেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ”আমি বলরামবাটি পঞ্চায়েত এলাকার পাঁচটি বুথের বিজেপির শক্তিপ্রমূখ পদে আছি। তাই আমার একটা দায়িত্ব থেকেই যায়। তাছাড়া মানবিক কর্তব্য রয়েছে। মানুষের কাছে পৌঁছে যাতে ত্রাণ বিলি করতে না পারি তার জন্যই পরিকল্পিত ভাবে আমার উপর আক্রমণ করে তৃণমূল।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রবিবার দুপুরে বলরামবাটি গ্রামের বেশকিছু মানুষ ওয়াজিদুর রহমানের বাড়িতে ত্রাণ সংগ্রহ করতে আসার পরে এলাকার বেশ কয়েকজন তৃণমূল কর্মী তা নিয়ে আপত্তি জানান। কথায় কথায় শুরু হয়ে যায় বচসা। এবং খুব শীঘ্রই পৌঁছে যায় তা হাতাহাতিতে। অভিযোগ ওঠে, এলাকার তৃণমূল কর্মীরা মারধর করেন ওয়াজিদুর রহমান এবং তার ভাই মনিরুল রহমানকে। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদেরকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি কর্মী।

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব দাস জানান, ”মিল্কি গ্ৰামে লকডাউন ভেঙে বাইরের কিছু লোকের এলাকায় জমায়েত হয়েছিল। এলাকার কিছু সমাজ সচেতন মানুষ তাঁর প্রতিবাদ করে। তা নিয়ে দু তরফে কিছুটা বচসা হয়েছে। সেটা নিয়ে বিজেপি সস্তার রাজনীতি করছে। এখানে ত্রাণের কোনও ব‍্যাপার নেই। একপক্ষ লকডাউন ভাঙছে। আর একপক্ষ লকডাউন বজায় রাখার চেষ্টা করছে। তৃণমূল এর সঙ্গে জড়িত নয়।”

এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে পুরো ঘটনার তদন্ত চলছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেফতার করা হয়নি বলে খবর। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সংকটময় পরিস্থিতিতে সাধারণ গরিব মানুষেরা যখন খেতে পারছে না, তাঁদের ত্রাণ বিলি নিয়ে কখনো সস্তার রাজনীতি হওয়া উচিত নয়। তবে এই ঘটনায় নতুন করে বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক দ্বন্দ্ব যে আরেকবার জোরালো হলো সে ব্যাপারে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!