এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত প্রার্থী হওয়া নিয়ে বিবাদের জেরে যুব তৃনমূলের হাতে পিটিয়ে খুন তৃণমূল নেতা

পঞ্চায়েত প্রার্থী হওয়া নিয়ে বিবাদের জেরে যুব তৃনমূলের হাতে পিটিয়ে খুন তৃণমূল নেতা

রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তপ্ত আবহাওয়ার মধ্যে শাসকদলের অস্বস্তি আরও বাড়াল দিনহাটার ঘটনা। দিনহাটায় খুন হলেন স্থানীয় তৃণমূল নেতা আবু মিঁয়া। স্থানীয় সূত্রের খবর, গতকাল রাত্রে দিনহাটার ১ নম্বর ব্লকের গীতালদহ পঞ্চায়েতের তৃণমূল সদস্য আবু মিঁয়ার ওপর হামলা করে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। তাঁকে লাঠি, বাঁশ দিয়ে ব্যাপক মারধর করা হয় – গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় রাজনৈতিকমহলে। নামপ্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় নেতার কথায়, আবু মিঁয়ার এই দুর্ভাগ্যজনক মৃত্যুর পিছনে তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। বিগত পঞ্চায়েতের জয়ী সদস্য হওয়ায় এবারেও তৃণমূলের টিকিট পেতে তৎপর ছিলেন তিনি। আর তারফলেই তাঁর উপরে চড়াও হয় যুব তৃণমূলের নেতারা। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই দিনহাটায় গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপক আকার ধারণ করে। আর তারই ফলশ্রুতি আবু মিঁয়ার এই মর্মান্তিক ঘটনা। যদিও স্থানীয় বিধায়ক উদয়ন গুহ বা দিনহাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ত্ব গোষ্ঠীদ্বন্দ্বের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!