এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শাসকশিবিরে ধাক্কা দিয়ে পঞ্চায়েতের আগে অন্যতম শীর্ষনেতাকে ঘরে তুলল বিজেপি

শাসকশিবিরে ধাক্কা দিয়ে পঞ্চায়েতের আগে অন্যতম শীর্ষনেতাকে ঘরে তুলল বিজেপি

যত এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন ততই জমে উঠছে রাজনৈতিক দলবদলের খেলা। এবারের পঞ্চায়েত নির্বাচনে মূল লড়াই যে হতে চলেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তা এই দলবদলের খেলাতেই পরিষ্কার। কেননা দুই দলই একে অপরের তো বটেই, সুযোগ পেলেই ভাঙন ধরাচ্ছে বামফ্রন্ট ও কংগ্রেস শিবিরেও। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস যেখানে মূলত ভাঙন ধরাচ্ছে বিরোধীদের শীর্ষস্তরে, তখন বিজেপি সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে জোর দিচ্ছে নিচুতলার কর্মী-সমর্থক ও ‘অবহেলিত’ নেতাদের।

আর এই পন্থার সঙ্গে সামঞ্জস্য রেখে আজ উত্তর দিনাজপুরে শাসকদলে বড়সড় ধাক্কা দিল গেরুয়া শিবির। স্থানীয় সূত্রের খবর, শাসকশিবির ছেড়ে আজ বিজেপিতে নাম লেখালেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ দুর্বাদিত্য ভট্টাচার্য। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে বিজেপিতে সাদরে বরণ করে নেন উত্তর দিনাজপুর বিজেপি জেলা সভাপতি নির্মল দাম। নিচুতলার কর্মী-সমর্থক ও ‘অবহেলিত’ নেতাদের পাশাপাশি এইভাবে শাসকশিবিরের একজন দাপুটে নেতাকে দলে নিয়ে এবার পঞ্চায়েত নির্বাচন আরও জমিয়ে দিল বিজেপি বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ত্ব এই দলবদলকে খুব বেশি গুরুত্ত্ব দিতে নারাজ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!