এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাগনানে নৃশংস ভাবে খুন তৃণমূল নেতা, বিজেপি না দুষ্কৃতী – পিছনে কে, দ্বিধাবিভক্ত শাসকদল

বাগনানে নৃশংস ভাবে খুন তৃণমূল নেতা, বিজেপি না দুষ্কৃতী – পিছনে কে, দ্বিধাবিভক্ত শাসকদল

হাওড়ার বাগনান নৃশংসভাবে গুলি করে হত্যা করা হল স্থানীয় দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা মহম্মদ মহসিন খানকে। গতকাল রাত্রে বাড়ি ফেরার সময় বাইকে করে একদল দুষ্কৃতী এসে তাঁর মাথায় ও পেটে গুলি চালায়, ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর এরপরেই রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি বেশ কিছু বাড়িতে ভাংচুর চালানো হয়, আগুনও লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। এই ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে ধৃতদের পরিচয় জানা যায় নি।

অন্যদিকে মহম্মদ মহসিন খানের হত্যার পিছনে কে আছে তাই নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত শাসকশিবির। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শ্রীকান্ত সরকার অভিযোগ জানিয়েছেন, স্থানীয় বিজেপি নেতা তপন মণ্ডলের মদতে মহম্মদ আসরাফ ও মহম্মদ সুবেদারের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। স্বাভাবিকভাবেই এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অন্যদিকে, স্থানীয় তৃণমূলের অপর অংশ দাবি করেছে, স্থানীয় দুষ্কৃতীদের হাতেই আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মহম্মদ মহসিন খান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!