এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের আগে জল্পনা বাড়িয়ে মন্ত্রীকে খোলা চিঠি দিয়ে পদত্যাগ তৃণমূল নেতার

পঞ্চায়েতের আগে জল্পনা বাড়িয়ে মন্ত্রীকে খোলা চিঠি দিয়ে পদত্যাগ তৃণমূল নেতার

পদ পছন্দ না হওয়ায় পুরুলিয়ায় এবার এক তৃণমূল প্রার্থীর ইস্তফা পত্র দিলেন জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতোকে। শারীরিক অসুস্থতাকে সামনে রেখে এদিন জেলা সভাপতিকে খোলা চিঠি দিলেন ঝালদা ২ নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি সুনীল কুমার। চিঠিতে তিনি জানান, ”শারীরিক অসুস্হতার কারণে নির্বাচনী কমিটি থেকে ইস্তফা দিলাম।আমি থাইরয়েডের রোগী। হাঁটতেও ভালো করে পারি না। তাই ওই সদস্যপদ থেকে ইস্তফা দিলাম।” এই বিষয় জেলার সাধারণ সম্পাদক নবেন্দু মাহালী বলেন, “এইভাবে খোলা চিঠি দেওয়ার দরকার ছিল না। বিষয়টি সরাসরি সভাপতিকে জানাতে পারতেন।”

তবে সূত্রের খবর ঝালদা ২ নম্বর ব্লক ও জয়পুর ব্লকের মধ্যে প্রায় দেড় বছরের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে কোনো ব্লক কমিটি গঠন করতে পারে নি পুরুলিয়ার তৃণমূল দল। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য ঝালদা ২ নম্বর ব্লকের আহ্বায়ক করা হয়েছে শক্তিপদ মাহাতোকে। একই সাথে শক্তিপদবাবু জয়পুর ব্লকের কমিটিতেও রয়েছেন। সুনীল কুমারকে কমিটির সাধারণ সদস্য করার কারণেই তিনি এই পদে ইস্তফা দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে শুধুমাত্র পদ পছন্দ না হওয়া না তার পিছনে অন্য দলের ইন্ধন রয়েছে সেই বিষয়েও বেশ সন্দিহান রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!