এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের আগে জাল-নোট সহ গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে

পঞ্চায়েতের আগে জাল-নোট সহ গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে

বাংলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে জল্পনা বাড়িয়ে মালদায় জাল নোট সহ গ্রেপ্তার হল স্থানীয় তৃণমূল নেতার ছেলে। স্থানীয় সূত্রের খবর, স্থানীয় তৃণমূল নেতা তথা মালদার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস প্রার্থী তারাপদ মন্ডলের ছেলে উত্তম মন্ডল ২ হাজার টাকার নোটে ৫ লাখের জালনোট সমেত মালদার রথবাড়ি এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আগে থেকেই খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ফাঁদ পাতে, আর তাতেই ধরা পরে উত্তম মন্ডল। সূত্রের খবর, মোটর বাইকে ওই বিপুল পরিমান জালনোট নিয়ে বৈষ্ণবনগর থেকে মালদা শহরে আসছিল সে, পথেই পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয় তাকে। তবে, ওই নোট কথা থেকে এসেছে বা কোথায় যাচ্ছিল সে সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায় নি বলেই জানা গেছে। স্থানীয় সূত্রের খবর, তৃণমূল প্রার্থীর ছেলে এইভাবে পঞ্চায়েত নির্বাচনের আগে জালনোট সমেত ধরা পড়ায় রীতিমত প্রশ্ন উঠতে শুরু করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!