এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট বিজেপি সাংসদকে নিজের বুথেই বড়সড় ধাক্কা দিল তৃণমূল! হারিয়ে ফেলা ভোট ঘরে ফেরানো শুরু

হেভিওয়েট বিজেপি সাংসদকে নিজের বুথেই বড়সড় ধাক্কা দিল তৃণমূল! হারিয়ে ফেলা ভোট ঘরে ফেরানো শুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউন পরিস্থিতি কিছুটা হালকা হতেই এখন দলবদলের পালাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বঙ্গ রাজনীতি। শাসক থেকে বিরোধী প্রতিটি রাজনৈতিক দল চেষ্টা করছে, বিধানসভা নির্বাচনের আগে একে অপরেকে টেক্কা দিয়ে কত সংখ্যক নেতাকর্মী সমর্থকদের নিজেদের দলে আনতে পারেন। এক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। প্রায় প্রতিনিয়ত একদল থেকে অন্য দলের নেতাকর্মীদের যোগদান করাতে দেখা যাচ্ছে ঘাসফুল এবং পদ্ম শিবিরকে।

এবার বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নিজের বুথে বড়সড় ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস‌। যেখানে শান্তনু ঠাকুরের বুথ থেকে প্রায় 190 টি পরিবার যোগ দিলেন রাজ্যের শাসক দলে। সূত্রের খবর, এদিন হাবরা 1 নম্বর ব্লকের বনগাঁ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় 200 জন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন হাবরা 1 পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর উত্তর 24 পরগনা জেলায় গত লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপির বাড়বাড়ন্ত শুরু হলেও, যেভাবে এখানে বনগাঁর বিজেপি সাংসদের ঘাঁটি থেকে প্রায় 190 টি পরিবার যোগদান করল, তা বিজেপিকে এখন চরম অস্বস্তিতে ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন এই প্রসঙ্গে বিজেপিকে কড়া ভাষায় চ্যালেঞ্জ জানিয়েছেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

তিনি বলেন, “ডিসেম্বরের মধ্যেই উত্তর 24 পরগনার সমস্ত পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসবে। তৃণমূল স্তরে বিজেপির যেসব জনপ্রতিনিধি রয়েছেন, তারা দলের প্রতি অসন্তুষ্ট।” তবে গোটা যোগদান প্রক্রিয়াকে অবশ্য নাটক বলেই অভিহিত করেছে ভারতীয় জনতা পার্টি। বিশেষজ্ঞরা বলছেন, সামনের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এখন সমস্ত রাজনৈতিক দল নিজেদের প্রভাব বাড়াতে অন্য দল থেকে নেতাকর্মীদের যোগদান করাতে শুরু করেছে।

এক্ষেত্রে শাসক থেকে বিরোধী প্রত্যেকেই সমান প্রক্রিয়ায় চলছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পিছনে মতুয়া ভোটব্যাঙ্কের বড়সড় অবদান ছিল। কিন্তু তা বর্তমানে পুরোপুরি গেরুয়া শিবিরের দিকে ঢলে পড়েছে। ফলে, সেই মতুয়া ভোটেই তৃণমূল নতুন করে থাবা বসাতে শুরু করতেই বাড়ছে জল্পনা। তবে শেষ পর্যন্ত এই যোগদান প্রক্রিয়া অব্যাহত থাকলেও, ভোটবাক্স কি বলে, কারা 2021 এর শেষ হাসি হাসে, তার ওপরেই সমস্ত কিছু নির্ভর করবে বলে দাবি করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!