এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > গোষ্ঠীদ্বন্দ্ব উস্কে দিয়ে ‘গোঁজ’ প্রার্থীদের কান কেটে ঠ্যাঙাতে নির্দেশ হেভিওয়েট মন্ত্রীর

গোষ্ঠীদ্বন্দ্ব উস্কে দিয়ে ‘গোঁজ’ প্রার্থীদের কান কেটে ঠ্যাঙাতে নির্দেশ হেভিওয়েট মন্ত্রীর

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে প্রবল হল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। অবস্থা এতটাই বেগতিক যে যুব কংগ্রেসের হয়ে দাঁড়ানো ‘গোঁজ’ প্রার্থীদের ঠেঙিয়ে কান কেটে নেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কুচবিহারের মাথাভাঙায় নির্বাচনী প্রচারে গিয়ে রবীন্দ্রনাথবাবু বলেন, নির্দলদের কোনও ভোট নয়, ওরা বলছে আমরা তৃণমূল যুব কংগ্রেস। তৃণমূল যুব কংগ্রেসের আলাদা কোনও প্রতীক নেই, মমতা ব্যানার্জির একটাই সিম্বল, জোড়াফুল। দিনহাটায় কাল গিয়েছিলাম, কেউ দেখলাম দেওয়াল লিখেছে টিভি, বটগাছ, নৌকা চিহ্নে। নৌকা তো বাংলাদেশের সিম্বল, তো বাংলাদেশ থেকে এরা কীভাবে এল? এটাই দ্বিচারিতা। পিছন থেকে ছুরি মেরে দলকে যারা দুর্বল করতে চাইছে তাদের জায়গা এখানে নেই। শুনেছি ওরা হামলা করে, যারা হামলা করতে আসবে তাদের ধরে-বেঁধে হালুয়া পেন্টি দিয়ে ঠ্যাঙাবেন, তারপর আমরা বুঝে নেব। দল করবে তৃণমূল – খাবে দলের- পড়়বে দলের – টাকা লুট করবে- তারা আজ বলছে নির্দল! কীসের নির্দল ভাই ? তাহলে তোমরা সামনাসামনি বল আমি তৃণমূল থেকে পদত্যাগ করলাম, তৃণমূলের সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই। তোমাদের আসল রূপ কী ভাই? দেখাও তো! তোমার ঘোমটার নিচে কী আছে একটু খুলে দেখাও, জনগণ দেখুক!

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরপরেই তিনি দলীয় কর্মীদের এইসব ‘নির্দল’ রূপী তৃণমূল যুব কংগ্রেস প্রার্থীদের বাগে আনতে অভিনব দাওয়ায় দেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, ভারতীয় সেনায় মহিলারা আছে, দিকে দিকে মহিলা, কম কী আপনারা? সবজি কাটার কাটাই নেই? বাধা দিতে এলে কাটাই দিয়ে কানটা কেটে দেবেন, যে যেরকম শয়তান, তাকে সেরকম শাস্তি দিতে হবে, যেরকম কুকুর তাকে সেরকম মুগুর দিয়ে মারতে হবে। পুলিশের ভরসায় থাকবেন না, পুলিশের ভূমিকা নিয়ে আমারও সন্দেহ আছে। ওরা গাছেরও খাবার চায়, তলারও কুড়োয়, আমাদের পুলিশকে দরকার নেই, আমার অনেক পুলিশ আছে। পরিষ্কার একটা কথা বলতে চাই, কোনও নির্দল একটা ভোটও যেন না পায় তার ব্যবস্থা করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!