এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রভাবশালী সংখ্যালঘু নেতার বড়সড় অভিযোগ হেভিওয়েট বিধায়কের বিরূদ্ধে! সরগরম তৃণমূলের অন্দরমহল

প্রভাবশালী সংখ্যালঘু নেতার বড়সড় অভিযোগ হেভিওয়েট বিধায়কের বিরূদ্ধে! সরগরম তৃণমূলের অন্দরমহল


শীতলকুচি গ্রামে আবারও দেখা গেলো তৃণমূলের বড়সড় গোষ্ঠীদ্বন্দ্ব। সূত্রের খবর, সম্প্রতি তৃণমূল নেতা সাহের আলি মিঞাকে শো কজ করা হয়েছে। এবার তিনি দলবিরোধী কাজ করার পাল্টা অভিযোগ করলেন দলেরই হেভিওয়েট বিধায়ক হিতেন বর্মনের বিরুদ্ধে। প্রাপ্ত খবর অনুযায়ী শনিবার তিনি তৃণমূল পার্টি অফিসে বসে জানিয়েছেন, লোকসভা নির্বাচনের পর থেকেই এলাকায় বিজেপির সন্ত্রাস শুরু হয়। তারই ফল স্বরূপ ক্রমাগত তৃণমূলের প্রার্থীরা পদ্ম শিবিরে যোগ দেয়।

এদিন সাহের আলি মিঞা সরব হয়ে বলেন, যখন একের পর এক প্রার্থী বিজেপিতে যোগ দিচ্ছে তখন নিজের দলকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সবসময় তিনি খোদ দলের সাথে ছিলেন। সেই সময় কোনোভাবেই বিধায়কের সহায়তা মেলেনি। জানা গেছে এদিন তিনি বিধায়কের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন স্থানীয় তৃণমূল দল যখন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল দলের সক্রিয় কর্মীদের নিয়ে অ্যাডভাইসারি দল তিনিই গঠন করেন। এমনকি বিধায়ক এ বিষয়ে কিছুই জানতেন না।

বিজেপির সন্ত্রাস থেকে দলকে মুক্ত করে ফের দলের মাটি শক্ত করেছেন তিনি বলেই জনিয়েছেন তৃণমূলের এই প্রভাবশালী সংখ্যালঘু নেতা। কিন্তু বিধায়ক এবিষয়ে ঘুনাক্ষরেও জানেন না। আর দলের মাটি শক্ত হতেই, ফের নিজের জায়গা বজায় রাখতে, তাঁর বিরুদ্ধেই বিধায়ক অভিযোগ করেছেন বলে এদিন জানিয়েছেন শীতলকুচির তৃণমূল নেতা সাহের আলি মিঞা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি হিতেন বর্মনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে বলেন বিধায়ক তাঁর বিরুদ্ধে সরাসরি রাজ্য ও জেলা নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন। সেক্ষেত্রে বিধানসভা ভিত্তিক যে কমিটি গঠিত হয়েছে সেখানেই এ বিষয়ে আলোচনা করা যেত কারণ সেই কমিটির সদস্য তিনিও। সূত্রের খবর এদিন তিনি হিতেন বর্মনকে সরাসরি তোপ দেগে বলেন যখন দলের মাটি আলগা হয়ে গিয়েছিল, তখন সর্ব শক্তি দিয়ে সাহের আলি মিঞা দলকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছেন।

কিন্তু দলের মাটি শক্ত হতেই তাঁর বিরুদ্ধেই ওপর মহলে অভিযোগ করাটাকে তিনি দলবিরোধি কাজ বলেই মনে করেন বলে জানিয়েছেন তিনি। এদিকে তাঁর দিকে দলের এই প্রভাবশালী সংখ্যালঘু নেতার প্রবল আক্রমন ধেয়ে আসার পরে, হিতেন বর্মন এখনও সরকারিভাবে মুখ খোলেননি। ফলত এবিষয়ে কোনো রকমের তথ্য মেলেনি বিধায়কের তরফে।

তবে সূত্রের মারফত জানা গেছে বিরোধী দল এবিষয়ে মুখ খুলেছে। গেরুয়া শিবিরের স্থানীয় নেতাদের বক্তব্য, বিজেপি কখনোই এলাকায় সন্ত্রাস ছড়ায় নি। নিজেদের দলের মধ্যে সমস্যা থাকার কারণে এবং দলের শক্তি ক্রমাগত কমে আসার কারণেই তৃণমূলের লোকেরা বিজেপিতে যোগ দিয়েছে। এদিকে, এমনিতেই লোকসভা নির্বাচনে সমগ্র উত্তরবঙ্গে তৃণমূলের মাটি আলগা হতে দেখা গেছে। তার উপর যেভাবে দলের হেভিওয়েট বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন দলেরই প্রভাবশালী সংখ্যালঘু নেতা, তাতে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে তীব্র আলোড়ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!